বৃটিশ প্রধানমন্ত্রীর উপহার নেয়ার প্রতিবাদে এমপির পদত্যাগ

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৪

 

 

 

 ডায়াল সিলেট ডেস্ক :: বৃটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তাঁর দলীয় সহকর্মীর কাছ থেকে উপহার নেয়ার প্রতিবাদে পদত্যাগ করেছেন তারই ক্যাবিনেটের এক এমপি। এখবর দিয়েছে দ্যা স্কাই নিউজ। জানাযায়, লেবার পার্টির সহকর্মী ওয়াহিদ আলীর কাছ থেকে প্রধানমন্ত্রী বেশ কিছু উপহার গ্রহণ করেন যার মূল্য প্রায় ১৬ হাজার পাউন্ড। এর প্রতিবাদে ক্যান্টারবারি আসনের এমপি রোসি ডাফিল্ড পদত্যাগ করেছেন। কাজের পোষাক, চশমা এবং স্ত্রীর জন্য আরও কয়েক রকমের উপহার ছিল। দলীয় সহকর্মীর কাছ থেকে স্টারমারের নেয়া এই উপহারকে স্বাভাবিকভাবে নিতে পারেননি ক্যান্টারবারি আসনের এমপি রোসি ডাফিল্ড। গেলো সপ্তাহে তিনি সংসদের হুইপের নিকট তাঁর পদত্যাগ পত্র জমা দিয়েছেন রোসি । পদত্যাগ পত্রে রোসি ডাফিল্ড জানান, প্রধানমন্ত্রী তাঁর নিজের সুবিধা, স্বজনপ্রীতি ও লোভের সীমা অতিক্রম করেছেন। এর ফলে এক সময়ের গর্বিত দল লেবার পার্টিকে কলঙ্কিত ও অপমানিত হতে হয়েছে। তিনি এই সকল ঘটনায় লজ্জিত বলেও পদত্যাগ পত্রে জানান। তিনি স্যার কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী পদের অযোগ্য বলেও উল্লেখ করেন। পদত্যাগের কারণ হিসেবে এমপি রোসি বলেছেন , তাঁর দলের নেতা ও প্রধানমন্ত্রী ব্রিটেনের জনগণের প্রতি নিষ্ঠুর নীতি গ্রহণ করেছেন এবং নিজের জন্য ১৬ হাজার পাউন্ডের উপহার সামগ্রি গ্রহণ করে ব্রিটিশ মূল্যবোধের সাথে প্রতারণা করেছেন জুলাইয়ে সরকার পরিবর্তনের পর থেকে প্রধানমন্ত্রীর কাজকর্ম বিষ্ময়কর ও আপত্তিকর ছিল। তিনি অভিযোগ করে বলেন, বয়স্ক জনগোষ্ঠির জন্য শীতকালীন জ্বালানি সহায়তা বাতিল করে তিনি নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন। উল্লেখ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী এ বছর জুলাইয়ের নির্বাচনের আগে তাঁর ছেলের জিসিএসই পরীক্ষার জন্য বাড়ির বাইরে কোনো ধরনের মিডিয়াকর্মীর ভিড় এড়ানোর জন্য লর্ড আলীর কাছ থেকেও ২০ হাজার পাউন্ডের আবাসন সুবিধা গ্রহণ করে বিতর্কিত হয়েছিলেন। রোসি ডাফিল্ড ২০১৭ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। রোসিসহ আরও সাত জন এমপি দুই সন্তানের সুবিধার ক্যাপ বাতিল করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাবে ভোট দিয়ে ব্রিটেনের রাজার বক্তৃতার বিদ্রোহ করেছিলেন। ডাফেল্ড আগামিতে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে হাউজ অব কমন্সে আসতে চান বলেও অভিমত ব্যক্ত করেছেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ