প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৪
স্পোর্টস ডেস্ক :কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে । তাদের পাঠানো এক চিঠিতে পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট (এফডিআর) ও ডিপোজিট প্লাস স্কিম (ডিপিএস) হিসাবের তথ্য জানাতে বলেছে বিএফআইইউ।
পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে এই চিঠি দেওয়া হয়। সাকিব আল হাসান ছাড়াও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির, আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাদবর, হিরুর ভাই মোহাম্মদ বাশার, বোন কনিকা আফরোজ ও ব্যবসায়ী মো. নাজমুল বাশার খানের ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দেয় বিএফআইইউ।
কয়েকদিন আগে ২০২৩ সালে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবার তার ব্যাংক হিসাব তলব করা হলো।
চলতি মাসে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব। তবে দেশে ফেরার পর বের হওয়ার নিশ্চয়তা চান তিনি। যদিও সরকার ও বিসিবি এ ব্যাপারে নিজেদের অপারগতা প্রকাশ করেছে। সেক্ষেত্রে এমনিতেই তার দেশে ফেরা এখন অনিশ্চিত। ব্যাংক হিসাবে তলব করার পর সাকিবের দেশে ফেরা আরও অনিশ্চিত হয়ে পড়লো।
ক্রিকেটার সাকিবের ব্যবসা অনেকদিন ধরেই। রেস্টরেন্ট দিয়ে শুরু , এরপর কাকড়া, ই-কমার্সসহ সোনার ব্যবসায়ও বিনিয়োগ আছে সাকিবের। বেশিরভাগ ব্যবসাতেই সাকিবের বিরুদ্ধে আছে নানা অভিযোগ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech