প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪
ডায়াল সিলেট ডেস্ক :: জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার যে অভিযোগ উঠেছে তা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘এই যে একটা স্লোগান, ‘‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত। রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়।’’ তো, রক্ত আমরা কাদের জন্য দেব? এখন আমরা রক্ত কাদের জন্য দেব? আমি যখন দেখলাম আমরা রক্ত দিচ্ছি আর সচিবালয়ে বসে ওরা ভাগ করছে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘একজন বলতেছেন, ‘‘আমি ভাই নির্লোভ মানুষ। আমার এত লোভ নাই। ৫ কোটিই চলবে।’’ তারপর যখন বলল (অন্যজন), ‘‘স্যার, ১০ কোটি।’’ প্রথমজন বলছে, ‘তোমার যা ভালো মনে হয়’’।’
তিনি বলেন, ‘স্কাউন্ড্রেল, অসভ্য। রাস্তার মধ্যে শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, ছাত্র-জনতা রক্ত দিয়েছে। আর ওই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মাড়িয়ে তারা টাকা ভাগ করে। সুতরাং এই বার্ধক্যের নেতৃত্বের জন্য আমরা (ছাত্র-জনতা) আর রক্ত দিতে প্রস্তুত না।’
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলতে চাই: আপনারা যারা সচিবালয়ে বসে নীতিনির্ধারণ করছেন, আপনারা সচেতন হোন। কারণ, ছাত্র-নাগরিক ৫ তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চার মিনিটের ডিসটেন্স। আপনারা সচিবালয়ে বসে ৫ কোটি না ১০ কোটি ভাগ করবেন, আর আমরা বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসটা কিনতে পারব না, তা হবে না।’
আজ একটি দৈনিক পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ডিসি নিয়োগে ঘুষ নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তবে আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি স্যামসাং ব্যবহার করি। আর তারা যেই স্ক্রিনশট দিয়েছে, সেটি হলো আইফোনের।’
প্রকাশিত সংবাদকে জনপ্রশাসন সচিব বলেন, ‘ইটস এ ফেক নিউজ (এটি একটি ভুয়া সংবাদ)।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech