ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পর ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পর ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

ডায়ালসিলেট ডেস্ক:সুনামগঞ্জের ছাতকে মসজিদে ফজরের নামাজ শেষে বাড়িতে ফেরার পর হাফেজ সৈয়দ মাহমুদুল হাসান ওরফে আব্দুল হান্নান (৮০) নামে এক ব্যক্তিকে খুন করেছে গুপ্ত ঘাতক। বৃহস্পতিবার সকালে আপন বোনের বাড়িতে এ ঘটনা ঘটে।এলাকায় কবিরাজ নামে পরিচিত সৈয়দ আব্দুল হান্নান উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বড় সৈদেরগাঁও গ্রামের সৈয়দ আব্দুল ওয়াহিদের ছেলে। তিনি অবিবাহিত এবং একই গ্রামে তার বোনের বাড়িতে একাই বসবাস করতেন বলে গ্রামবাসী নিশ্চিত করেছেন।আব্দুল হান্নানের বোনের বাড়ির সবাই প্রবাসে থাকেন। এ সুবাদে ওই বাড়ির কেয়ারটেকারের দায়িত্বেও ছিলেন তিনি।স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে গ্রামের মসজিদে ফজরের নামাজ শেষে বাড়িতে ফিরে বারান্দায় গেলে ঘাতক তাকে ছুরিকাঘাত করে। স্বজনরা ঘরের বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।ছাতক থানার ওসি মো. গোলাম কিবরিয়া হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

0Shares