প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক:সিলেটে হযরত আলী (৩৫) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালক হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ২০১৪ সালের ১৭ আগষ্ট সিলেটের বিয়ানীবাজার এলাকায় ওই অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করে ছিনতাইকারীরা।বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুরের রওশন আলীর ছেলে শহিদুল ইসলাম (৩১), দক্ষিণ সুনামগঞ্জের মৃত বাদশা মিয়ার পুত্র সুমন আহমদ (২৯), দক্ষিণ সুনামগঞ্জের ফজিল বারীর ছেলে শিপু মিয়া (৩২) একই উপজেলার হাজী মুসুক মিয়ার ছেলে জাকারিয়া মুন্না (৩০), ও হরমুজ আলীর ছেলে রুহুল আমিন (৩০)।রায়ের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবি জায়েদা বেগম জানান, আদালতের স্বাক্ষ্য গ্রহনের পর থেকেই আসামিরা সবাই পলাতক রয়েছেন।জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আবদুস শহীদের ছেলে হযরত আলী সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে করতেন। ঘটনার দিন রাত ১০টায় গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে ফেরি পার হওয়ার পর বিয়ানীবাজার মাথিউরা নির্জন এলাকায় পোঁছুলে হযরত আলীকে ছুরিকাঘাত করে গাড়ি নিয়ে পালিয়ে যায় যাত্রীবেশি ছিনতাইকারীরা। স্থানীয়রা ছুটে এসে ধাওয়া করে বিয়ানীবাজার সদর এলাকা থেকে ছিনতাইকারীদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।এরপর দিন নিহতের ভাই শুক্কুর আলী বিয়ানীবাজার থানা মামলা দায়ের করেন। দীর্ঘ দশ বছর পর বৃহস্পতিবার মামলায় পাঁচ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech