২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩১৭ জন

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৪

 

 

 

 ডায়াল সিলেট ডেস্ক :: দেশে ক্রমেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৭ জন।

শুক্রবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৩৮ জনে। এছাড়া চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১৬৫ জন ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার। এছাড়া ঢাকা বিভাগে ৫০ জন, বরিশালে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, খুলনায় ২৩ জন, ময়মনসিংহে ১৯ জন ও রাজশাহীতে ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ