প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক :নতুন উচ্চতায় পৌঁছেছে পাকিস্তান-চীন সম্পর্ক। তারই ধারাবাহিকতায় চারদিনের সফরে পাকিস্তান এসেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তাকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। পৌঁছেই তিনি পাকিস্তানের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেছেন। পাকিস্তানকে সব পরিবেশে কৌশলগত সহযোগী অংশীদার হিসেবে আখ্যায়িত করেছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে আরও বলা হয়, এই সফরে সোমবার লি কিয়াং রাওয়ালপিন্ডিতে অবতরণ করেন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সাটিতের ফাঁকে পাকিস্তানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে তিনি এই সফরে এসেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ১৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তিনি পাকিস্তানে অবস্থান করবেন। লি কিয়াং পৌঁছার পর বিবৃতিতে বলেন, বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে আমি পাকিস্তানের উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ। আমাদের দুই দেশের জনগণের মধ্যে যে বড় রকমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তাতে অভিভূত আমি। চীনা সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং পাকিস্তান সরকার ও জনগণকে বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা জানাই। তিনি আরও বলেন, পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ উন্নয়নশীল দেশ। তারা একটি উদীয়মান বাজার ও একটি মুসলিম প্রধান দেশ। চীন আরও সংস্কার করতে চায়। পাকিস্তানও সংস্কার ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই সফরে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, পার্লামেন্টারি নেতা এবং দেশের সেনাবাহিনীর সিনিয়র নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech