স্পোর্টস ডেস্ক:উহান ওপেন জিতলেন আরিনা সাবালেঙ্কা। ফাইনালে স্বাগতিক তারকা কিনওয়েন ঝেংয়ের বিপক্ষে জিতে ‘হ্যাটট্রিক’ পূর্ণ করলেন  বেলারুশের টেনিস তারকা। রোববারের ফাইনালে ফেভারিট হিসেবেই কোর্টে নেমেছিলেন পঞ্চম বাছাই কিনওয়েন । কিন্তু প্রথম সেটে পাত্তাই পাননি তিনি, ৩৮ মিনিটে জিতে নেন শীর্ষ বাছাই সাবালেঙ্কা। দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও, শেষ পর্যন্ত পেরে ওঠেননি কিনওয়েন। চীনের প্রতিপক্ষকে সাবালাঙ্কা হারান ৬-৩, ৫-৭, ৬-৩ গেমে। প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার উহান ওপেন জয়ের কীর্তি গড়লেন ২৬ বছর বয়সী সাবালেঙ্কা। এই টুর্নামেন্টের এককে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডও নিজের করে নিলেন তিনি। ছাড়িয়ে গেলেন দুইবার জেতা চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে।

ফাইনালে কিনওয়েনকে হারিয়েই বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা কুড়ান সাবালেঙ্কা। পরে তিনি ইউএস ওপেন জিতে নেন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে হারিয়ে। এবারের অলিম্পিকে সোনা জেতা কিনওয়েনের বিপক্ষে চারবারের দেখায় প্রতিবারই জিতলেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সাবালেঙ্কা। উহানে তিনি জিতলেন টানা ১৭ ম্যাচ, এখানেও ভেঙে দিলেন কেভিতোভার রেকর্ড।

গত বছর ইউএস ওপেনের ফাইনালে হারের পর যেন নিজেকে বদলে ফেলেছেন ২৬ বছর বয়সি এই তারকা। বছর শুরু করেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে। হার্ড কোর্টে ইউএস ওপেনের শিরোপাও জিতে নেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে ঝেংকে ফাইনালে হারিয়ে বছরের প্রথম গ্ল্যান্ডস্লাম জিতে নেন। এরপর জিতেন দুবাই ইন্টারন্যাশনাল টেনিস চ্যাম্পিয়নশিপ। এরপর জেসিকা পেগুলাকে হারিয়ে জেতেন সিনসিনাটি ওপেনের শিরোপা। ক’দিন পরেই ইউএস ওপেনের ফাইনালে আবার পেগুলাকে হারান (৭-৫, ৭-৫)। গত বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর ইউএস ওপেন জিতে বছর শেষ করার সুযোগ হাতছাড়া হয়েছিল, তবে এবার তা হতে দেননি দুই নম্বর বাছাই এই তারকা। এক বছরে পাঁচটি শিরোপা জয়ের পরও অবশ্য এটিপি র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরেই রয়েছেন সাবালেঙ্কা। এক নম্বরে থাকা ইগা সোয়াটেক অবশ্য অনেকটা এগিয়ে। তিনে থাকা কোকো গাউফ হেরে গিয়েও ধরে রেখেছেন নিজের স্থান।
এদিকে সাংহাই মাস্টার্সের ফাইনালে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন পুরুষ এককের এক নম্বর বাছাই ইয়ানিক সিনার। গতকাল তিন সেটের ফাইনালে রেকর্ড ২৪টি গ্লান্ড স্লামের মালিক জোকোভিচকে সরাসরি ৭-৬ (৭-৪), ৬-৪ সেটে হারিয়ে দেন সিনার।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *