বিনোদন ডেস্ক :দীর্ঘদিন পর ‘থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে আসছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন রেজাউর রহমান। ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে এটি। এতে দীঘির নায়ক ছোট পর্দার অভিনেতা সৈয়দ জামান শাওন। গেল জুলাইয়ের শুরুর দিকে ফেসবুকে একটি বিয়ের কার্ড পোস্ট করেন দীঘি। কার্ডটির একটি অংশে লেহেঙ্গা পরা তার একটি ছবি আর বাকি অংশ তিনি ঢেকে রাখেন হাত দিয়ে। এরপর গুঞ্জন শুরু হয় বিয়ে করছেন তিনি। এর ক’দিন পর ‘থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স’ ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করে দীঘি জানান, বিয়েটা তার নয়, এ সিনেমায় তার অভিনীত

চরিত্র প্রিয়ন্তীর। ১৮ই জুলাই ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তি পাওয়ার কথা ছিল এটি। তবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অবশেষে মুক্তি পাচ্ছে ‘থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স’। তবে এবার ওটিটিতে নয় প্রেক্ষাগৃহে চলচ্চিত্র রূপে মুক্তি পাচ্ছে এটি। এতে আরও অভিনয় করেছেন কারিনা কায়সার, গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীর প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *