আন্তর্জাতিক ডেস্ক :ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের সাইডলাইনে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদিকে দেখেই জড়িয়ে ধরেন পুতিন। দুই রাষ্ট্রনেতার মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে। ভারত ফের একবার শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে জোর দিয়েছে। বৈঠকের পর মোদি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সব পক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি। সব সময়ই আমাদের অবস্থান ছিল সংলাপের মাধ্যমে সব দ্বন্দ্বের সমাধান করা। আমরা বিশ্বাস করি, যুদ্ধে শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। ভারত শান্তি আনতে সাহায্য করতে সর্বদা প্রস্তুত।’ ভারতকে বিশ্বস্ত বন্ধু বলে উল্লেখ করে পুতিন বলেন, ‘আমাদের সম্পর্ক এতটাই নিবিড় যে অনুবাদকের প্রয়োজন নেই।’  চলতি বছরে এ নিয়ে দ্বিতীয়বার রাশিয়া সফরে গেলেন মোদি। গত জুলাইয়ে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন তিনি। সেই সময়ে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল তার। তাতে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রসঙ্গও ওঠে। যুদ্ধ থামিয়ে যাতে শান্তিপূর্ণ আবহ ফিরিয়ে আনা যায়, তা নিয়েও আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।

এদিকে মোদির সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বি-পাক্ষিক বৈঠকের কথা থাকলেও তা এখনও হয়নি। কিন্তু সম্মেলন উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া নৈশভোজে তিন রাষ্ট্রপ্রধানের হাসিমুখে শুভেচ্ছা বিনিময় এবং পাশাপাশি বসে খাওয়ার ছবি কূটনৈতিক মহলে তুমুল চর্চার বিষয় হয়েছে। পাশেই দাঁড়িয়ে তিন দেশের দো-ভাষীরা। পরে নৈশভোজের টেবিলে সম্মেলনের আয়োজন দেশ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দু-পাশে বসেন মোদি  ও শি। খেতে খেতে কথা হয় তিনজনের। মোদি  ও শি’র মধ্যে এমন সময় কথা হল যখন লাদাখ এবং অন্যত্র সীমান্তে সেনা টহলে দু-দেশ একটি বোঝাপড়ায় পৌঁছেছে। রাশিয়া ও চীনের মধ্যে গভীর সম্পর্কেরও বার্তা তুলে ধরেছে আলোচ্য ফ্রেম।

সূত্র : ইন্ডিয়া টুডে

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *