ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়ার

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪

ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক :ইউক্রেনে সামকির সহায়তা পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ কোরিয়া। এর আগে এক গোয়েন্দা সংবাদে বলা হয় যে, ইউক্রেনের বিরুদ্ধে মস্কোকে সহায়তা দিতে রাশিয়ায় বিশাল সংখ্যক সেনা মোতায়েনের পরিকল্পনা করছে উত্তর কোরিয়া। পিইয়ংইয়ংয়ের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মূলত এমন হুঁশিয়ারি দিল সিউল। এ খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা।

এতে বলা হয়, ইয়োনহপ বার্তা সংস্থা মঙ্গলবার প্রেসিডেন্টের দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, দক্ষিণ কোরিয়া ইউক্রেনে ‘প্রতিরক্ষা ও আক্রমণের জন্য অস্ত্র’ পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। ইয়োনহপ আরও জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার কৌশল বিশ্লেষণ করতে এবং আটক উত্তর কোরীয়দের জিজ্ঞাসাবাদে সহায়তার জন্য সিউল সামরিক ও গোয়েন্দা বাহিনীর লোকজনকে ইউক্রেনে পাঠাতে পারে।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ রাশিয়া থেকে উত্তর কোরিয়ার সেনাদের অবিলম্বে প্রত্যাহার দাবি করে এবং পালাক্রমে পাল্টা পদক্ষেপ নেয়ার প্রত্যয় প্রকাশ করে তবে কি পদক্ষেপ নেয়া হবে তা সুনির্দিষ্ট ভাবে জানানো হয়নি। এই সতর্কতা হচ্ছে সিউলের দেয়া সবচেয়ে কঠোর সতর্ক বার্তা যখন ইউক্রেনের সংঘাতে উত্তর কোরিয়ার গভীর সম্পৃক্ততা উদ্বেগ বাড়িয়ে তুলছে।গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায় যে ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার সঙ্গে যোগ দিতে উত্তর কোরিয়া ইতোমধ্যেই বিশেষ বাহিনীর ১৫০০ সেনা পাঠিয়েছে এবং তারা একটি বিশেষ বাহিনী থেকে মোট ১২,০০০ সেনা মোতায়েনের পরিকল্পনা করছে।

যুক্তরাষ্ট্র ও ন্যাটো কর্মকর্তারা বলেছেন, তারা উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করতে পারছেন না। তবে ইউক্রেনে ব্যবহারের জন্য পিয়ংইয়ং এর গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সহায়তায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলো।

পশ্চিমা দেশগুলি বহুদিন ধরেই ইউক্রেনকে সরাসরি অস্ত্র প্রদানের জন্য দক্ষিণ কোরিয়াকে বলে আসছে। দক্ষিণ কোরিয়া অবশ্য এই আশঙ্কায় তাদের আহ্বানে সাড়া দেয়নি যে, এর ফলে সিউলকে লক্ষ্য করে পিয়ংইয়ংয়ের সঙ্গে সামরিক সহযোগিতা আরও সম্প্রসারিত করতে পারে রাশিয়া। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ।

0Shares