বেঙ্গালুরুতে ভবন ধসে নিহত ৫

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪

বেঙ্গালুরুতে ভবন ধসে নিহত ৫

ডায়ালসিলেট ডেস্ক :ভারতের বেঙ্গালুরুতে ভারী বৃষ্টির পর ধসে পড়ল একটি ভবন। এতে বুধবার সকাল পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে বেঙ্গালুরুর পূর্বাঞ্চলের হোরামাভু আগারা এলাকায়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, ভবন ধসের ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উদ্ধারকারী টিম পৌঁছেছে এবং তারা উদ্ধার তৎপরতা শুরু করেছে। একটি ডগ স্কয়াডও উদ্ধারাভিযানে অংশ নিয়েছে। এখন পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে ভবনটি ধসে পড়ার সময় এর ভিতর ২০ জন লোক অবস্থান করছিল।

গত কয়েক দিন ধরেই ভারতের এই রাজ্যটিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে ভয়াবহ ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ভারী বৃষ্টিপাতের ফলে বেশ কিছু এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। পৃথক আরেক খবরে বলা হয়েছে বন্যায় বেঙ্গালুরুতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৭ জন নিখোঁজ রয়েছেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ