আক্ষেপ নেই মধুমিতার

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪

আক্ষেপ নেই মধুমিতার

বিনোদন ডেস্ক :মেয়েরা নাকি কুড়িতেই বুড়ি! এই সব প্রবাদের মুখে ছাই দিয়ে বহুদিন আগেই এগিয়ে গিয়েছে মেয়েরা। এই প্রজন্মের নতুন প্রবাদ ‘থার্টিস ইজ দ্য নিউ টুয়েন্টিস’। ত্রিশ পেরোনো মেয়ে মানেই যেন জীবনের এক নতুন সফর। কিন্তু এই সফর শুরুর সময় ঠিক কেমন অনুভূতি হয়? জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফ্রেন্ডস’-এর চরিত্র রেচেল যেমন তার ৩০তম জন্মদিনে বেশ ভেঙে পড়েছিল। সেই দৃশ্যের ভিডিও ফুটে উঠলো মধুমিতা সরকারের সমাজমাধ্যমে। কারণ তিনিও ৩০-এর সফর শুরু করলেন। তিনি বললেন, দু’বছর আগে থেকেই আমি বলতে শুরু করি, যাহাই আটাশ, তাহাই তিরিশ। নিজেকে এই ৩০ বছর বয়সটার সঙ্গে অভ্যস্ত করে নিয়েছি আগেই। মধুমিতা নিজেই জানান, তার মধ্যে নাকি বেশকিছু বদলও এসেছে। অভিনেত্রীর স্বীকারোক্তি, এখন অনেকটাই শান্ত হয়ে গিয়েছি। আসলে অনেক রকমের অভিজ্ঞতা নিয়ে ৩০-এ পা রাখছি। নিজের বেশকিছু চারিত্রিক বৈশিষ্ট্যও নাকি বদলে ফেলেছেন মধুমিতা। অভিনেত্রীর কথায়, ছোটবেলায় ভাবতাম জীবনটা রূপকথা। এখন তা ভাবি না। ৩০ বছরের জন্মদিন উদ্‌যাপন করার আগে নতুন উপলব্ধি মধুমিতার। তিনি বলেন, ১৬ বছর বয়সে সেই পরিণতি বোধ কখনো আসবেই না, যা ৩০-এসে আমার মধ্যে থাকবে। যেকোনো বয়সেরই কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রতিটি বয়সকে মেনে নিতে শিখেছি। তবে বয়স বেড়ে যাচ্ছে, এই নিয়ে কোনো আক্ষেপ নেই আমার।

0Shares