প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪
বিনোদন ডেস্ক :তিন বছর আগে নির্মিত ‘মেকআপ’ সিনেমাটি নিয়ে আবারও বিপত্তিতে নির্মাতা অনন্য মামুন। সিনেমাটিকে ফের প্রদর্শনের অযোগ্য বলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে দেখা যায়, সিনেমাটির প্রযোজক আজমাত রহমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩ এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি কর্তৃক এটি নাকচ করা হয়েছে। এর ফলে, এখন থেকে ‘মেকআপ’ সিনেমাটি সার্টিফিকেটবিহীন চলচ্চিত্র হওয়ায় সারাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করা সহ দোষীদের বিরুদ্ধে গ্রহণ করা হবে আইননানুগ ব্যবস্থাও। এর আগে সিনেমাটিতে এ অঙ্গনের মানুষদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে অভিযোগ তুলে ২০২১ সালে সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ‘মেকআপ’ ছবিটি নির্মিত হয়েছে চিত্র জগতের গল্প নিয়ে। এর মূল চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান ও নিপা আহমেদ রিয়েলি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech