আওয়ামী লীগ জাতীয় পার্টি ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪

আওয়ামী লীগ জাতীয় পার্টি ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার

ডায়ালসিলেট ডেস্ক :আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১১টি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট প্রত্যাহার করে নেয়া হয়েছে।

একই সঙ্গে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের (দশম, একাদশ ও দ্বাদশ) বৈধতা নিয়ে করা রিটটিও প্রত্যাহার করা হয়েছে।

রিট আবেদনকারীদের আইনজীবী আহসানুল করিম মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাই কোর্ট বেঞ্চে রিট মামলা দু’টি না চালানোর কথা বলেন। আদালত তখন আবেদন দুটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ