মোগলাবাজার ইউপি চেয়ারম্যান র‍্যাবের হাতে গ্রেফতার 

প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪

মোগলাবাজার ইউপি চেয়ারম্যান র‍্যাবের হাতে গ্রেফতার 

ডায়ালসিলেট :সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মোগলাবাজার ইউপি কার্যালয় থেকে র‍্যাবের একটি টিম তাকে আটক করে।
র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা রয়েছে। সেই মামলায় তাকে থানায় হস্তান্তরের জন্য পাঠানো হয়েছে।

, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন  ডায়ালসিলেট কে বলেন- যে মামলায় তাকে হস্তান্তরের জন্য র‌্যাব নিয়ে এসেছে সেই মামলাটি এখন আর থানায় নেই। তারা তাকে ফেরত দিয়ে দিচ্ছেন। অন্য কোন থানায় তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তারা সেটা খতিয়ে দেখবে

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ