প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪
স্পোর্টস ডেস্ক:আল নাসর ১-০ গোলে পিছিয়ে। ম্যাচের নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ও শেষের পথে। এমন সময়ে পেনাল্টি পেলো নাসর, যথারীতি সেটা নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আত্মবিশ্বাসের সঙ্গে শট নিলেও সেটা উড়ে গেল ক্রসবারের ওপর দিয়ে! কিছুক্ষণ পরই রেফারির শেষ বাঁশি, নাসর বিদায় নেয় সৌদি কিংস কাপের শেষ ষোলো থেকে।
মঙ্গলবার সৌদি কিংস কাপের শেষ ষোলোর ম্যাচে ঘরের মাঠে আল তাউনের বিপক্ষে ১-০ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে আল নাসর। ৭১তম মিনিটে গোল করে আল তাউনকে এগিয়ে নেন ওয়ালিদ আল-আহমেদ। সেই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান।
৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের ষষ্ট মিনিটে পেনাল্টি পায় নাসর। কিন্তু রোনালদোর শট ক্রসবারের উপর দিয়ে গেলে সুবর্ণ সুযোগ হাতছাড়া করে তারা।
হাত দিয়ে মুখ ঢাকেন রোনালদো, তাকে তখন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন সতীর্থরা। এই প্রথম নাসরের জার্সিতে পেনাল্টি মিস করলেন রোনালদো। এর আগে ক্লাবটির হয়ে ১৮ পেনাল্টির সবকটিতেই গোল করেছিলেন তিনি।
স্টেফানো পিওলি কোচ হয়ে আসার পর আল নাস্রের প্রথম পরাজয় এটি। সৌদি প্রো লীগে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আল নাস্র। শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে ব্যবধান এখনই হয়ে গেছে ছয় পয়েন্টের। এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপ পর্বে তিন ম্যাচে তাদের পয়েন্ট সাত।
তবু এই মৌসুমে ট্রফির আশা এখনই ছাড়ছেন না পিওলি। তিনি বলেন, ‘টেকনিক্যালি আজকে আমরা ভালো পারফর্ম করেছি, তবে ম্যাচ জিততে পারিনি। কাপ থেকে ছিটকে পড়ে অবশ্যই আমরা হতাশ। তবে এখনও দুটি ট্রফির লড়াই চলছে এবং সেগুলোতে নিজেদের সেরাটা দেব আমরা।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech