প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :আওয়ামী লীগ সরকারের সাবেক চার মন্ত্রীসহ ৮ জনের ৪১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম মো শরীফুর রহমান ও মো. ইমরান আহম্মেদের পৃথক আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে পাঠানো চার মন্ত্রী হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক নৌমন্ত্রী শাহাজাহান খান ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাকি চারজন হলেন- সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
এই আটজন সরকার পতনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন; সেসব মামলায় তাদের দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। বুধবার সকালে তাদের কড়া নিরাপত্তার মধ্যে আদালতে নেয়া হয়। শুনানি শুরুর পর মামলার তদন্ত কর্মকর্তারা রিমান্ড আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক।
রাজধানীর পৃথক দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আট দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এর মধ্যে হাই কোর্টের জাল ভোটের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় পাঁচ দিন ও বাড্ডা থানার হত্যা মামলায় তিন দিনের রিমান্ড দেয়া হয়েছে। মোহাম্মদপুর থানার মামলায় সাধন চন্দ্রের তিন দিন এবং যাত্রাবাড়ী থানার মামলায় শাহজাহান খানের তিনদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এছাড়া ধানমন্ডির থানার হত্যা মামলায় ইনুকে পাঁচদিনের রিমান্ডে পাঠানো হয়েছে। ধানমন্ডি থানার মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের তিন দিন ও বংশাল থানার মামলায় চারদিন রিমান্ড হয়েছে। এছাড়া নিউ মার্কেট থানার মামলায় জিয়াউল, চকবাজার থানার মামলায় হাজী সেলিম এবং সৈকতের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech