ভয়াবহ বন্যায় বিপর্যস্ত স্পেনের পূর্বাঞ্চল, মৃতের সংখ্যা বেড়ে ৯৫

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত স্পেনের পূর্বাঞ্চল, মৃতের সংখ্যা বেড়ে ৯৫

 

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে স্পেন। এতে কমপক্ষে ৯৫ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া এখনও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে দেশটির ভ্যালেন্সিয়া এবং তার আশপাশের এলাকা তলিয়ে গেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, বুধবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সম্প্রতি বন্যার পানিতে স্পেনের পূর্বাঞ্চলীয় অঞ্চল ভ্যালেন্সিয়া ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। এতে অনেক হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সেতু ও ভবন। ওই অঞ্চলের বেশিরভাগ সড়ক ও আবাসিক ভবন পানিতে ভেসে গেছে। মঙ্গলবার মুষলধারে বৃষ্টিপাতের ফলে আকস্মিক এ বন্যার কবলে পড়েছে অঞ্চলটি। প্রাণ বাঁচাতে মানুষকে ভবনের ছাদ ও গাছের চূড়ায় উঠতে দেখা গেছে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং টেলিভিশনে এক ভাষণে বলেছেন, ‘যারা এই মুহূর্তে এখনো প্রিয়জনদের খুঁজছেন, সমগ্র স্পেন আপনাদের সঙ্গে শোক প্রকাশ করছে।’
স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভ্যালেন্সিয়া অঞ্চলেই কমপক্ষে ৯২ জনের মৃত্যু হয়েছে। অঞ্চলটির পশ্চিমে কাস্টিলা-লা মাঞ্চায় আরও দুজন এবং মালাগায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে- যাদের একজন ৭১ বছর বয়সী বৃটিশ নাগরিক। তাকে তার বাড়ি থেকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রবলেস ক্যাডেনা সের রেডিও স্টেশনকে বলেন, একটি বিশেষায়িত সামরিক দল বৃহস্পতিবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ শুরু করবে। তাদের সঙ্গে প্রশিক্ষিত কুকুর থাকবে।

উল্লেখ্য, ১৯৭৩ সালের পর এমন ভয়াবহ বন্যার কবলে পড়েছে স্পেনের পূর্বাঞ্চল। এর আগে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে দেশের সবচেয়ে প্রাণঘাতী বন্যায় কমপক্ষে ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

 

0Shares