আন্তর্জাতিক ডেস্ক :ইসরাইলের পক্ষে অবস্থান নেয়ার কারণে আরব-মার্কিন নাগরিক সংখ্যাগরিষ্ঠ মিশিগানের ভোটারদের হারিয়েছে ডেমোক্রেট প্রার্থী। বিবিসি’র সাংবাদিক মেডলিন হালপার্ট ভোটারদের সঙ্গে কথা বলে জানিয়েছেন, বাইডেন-হ্যারিস প্রশাসনের ইসরাইলপন্থী অবস্থানের কারণে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের পক্ষে ঝুঁকছে ভোটাররা। কমালার পক্ষের এক ভোটার সাজিদ সাইদ। তিনি বলেছেন, আমি ডনাল্ড ট্রাম্পের উপরে কমালাকেই বেশি অগ্রাধিকার দেই। তবে ট্রাম্প আরব কমিউনিটির বেশ কিছু ভোট পেয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট গত শুক্রবার মিশিগানের ডেয়ারবর্নের স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাইদ বলছিলেন, ট্রাম্প ইসরাইলি সমস্যার সঙ্গে একমত হয়েছেন। তিনি সেদিন ব্যবসায়ীদের সাথে রাতের খাবারে অংশ নেন এবং নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। বিবিসি’র সাংবাদিক যাদের সঙ্গে কথা বলেছেন যদিও  তাদের কেউ ট্রাম্পকে ভোট দেননি। তবে ওই রাজ্যের অন্যান্য দলগুলো ট্রাম্পের পক্ষে কাজ করছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *