ডায়ালসিলেট ডেস্ক :প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বোস-আইনস্টাইন তত্ত্বের শতবার্ষিকীতে আমরা জোর দিয়ে বলেতে চাই, আজ বিপ্লবের মাধ্যমে ছাত্র-শিক্ষক সমাজ চিন্তার স্বাধীনতা ও মুক্তবুদ্ধির চর্চা আবার ফিরে পেয়েছে। এর সঙ্গে এখন বিশ্ব বিজ্ঞানে অবদান রাখার সক্ষমতাও যোগ করতে হবে।’

বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে ‘বোস-আইনস্টাইন পরিসংখ্যানের শতবর্ষ উদযাপন : ঢাকার উত্তরাধিকার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ এবং সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেস, ঢাবি যৌথভাবে দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে।

তিনি বলেন, ‘আকাঙ্ক্ষকে উচ্চে রেখে দৈনন্দিন পঠন-পাঠন গবেষণাগারে সেটি অর্জিত হয়। ১৯২৪ সালে বসুর আবিষ্কারের পরিবেশ ওভাবেই গড়ে উঠেছিল আজও সেভাবেই গড়ে উঠবে। এর কোনো বিকল্প নেই। বিদ্যার জগতে সবাইকে আহ্বান জনাই।

সবার পরামর্শে সামনে এগিয়ে যেতে চান উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বিপ্লবের ফসলের জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব সংস্কার করছে। এজন্য উপযুক্ত সকল পরিবেশ সৃষ্টি করতে প্রস্তুত আছে। এ কাজে নিবেদিত সবার কাছ থেকে চাহিদা ও পরামর্শ চাই। নিজেদের আস্থা থাকলে এটি আমরা করতে পারবো। কেন পারবো না। যেমন আস্থা বসুর ছিলো। এজন্যই সম্পূর্ণ অপরিচিত হয়েও আইনস্টাইনকে চিঠি লিখতে পেরেছিলেন।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘সবসময় যেন আমাদের বিশ্বের কাছে যেতে না হয়, বিশ্ব যেন আমাদের কাছে আসে। আমাদের তরুণদের মনে বিশ্বাস সৃষ্টি করতে হবে। বিশ্বাস সৃষ্টি করতে হবে যে, তারাই বিশ্ব।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *