৭ই নভেম্বরের চেতনা ও ছাত্র জনতার ৫ই আগস্টের বিপ্লব এক সূত্রে গাঁথা

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

৭ই নভেম্বরের চেতনা ও ছাত্র জনতার ৫ই আগস্টের বিপ্লব এক সূত্রে গাঁথা

ডায়ালসিলেট ডেস্ক :৭ই নভেম্বরের চেতনা ও ছাত্র জনতার ৫ই আগস্টের বিপ্লব এক সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার রাজধানীর পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘এবারের ৭ই নভেম্বর আমরা এমন একটা পরিস্থিতিতে এমন একটা সময়ে উদযাপন করছি যখন আধিপত্যবাদ বিরোধী ছাত্র-জনতা একটি গণ বিপ্লব সংগঠিত করেছে। ৭ই নভেম্বরের চেতনা ও ছাত্র জনতার ৫ই আগস্টের বিপ্লব এক সূত্রে গাঁথা।’

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ