প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন সুসি উইলস। ৬৭ বছর বয়সী সুসি প্রথম নারী হিসেবে এই পদে নিয়োগ পেলেন। গতকাল বৃহস্পতিবার তার নাম ঘোষণা করেন দেশটির সদ্য নির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের নির্বাচনী প্রচার কার্যক্রম-সংক্রান্ত দুই ব্যবস্থাপকের একজন সুসি। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। শপথ গ্রহণের আগেই ট্রাম্প প্রশাসন সাজানোর কাজ সারবেন। গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের জন্য পছন্দের ব্যক্তিদের বাছাই করার অংশ হিসেবে প্রথম সুসির নাম ঘোষণা করলেন এই সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট।
হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মূলত প্রেসিডেন্টের প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি হোয়াইট হাউজের কর্মীদের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বও সামলান। এছাড়া প্রেসিডেন্টের প্রতিদিনের কর্মসূচি ঠিক করার পাশাপাশি সরকারি বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন চিফ অব স্টাফ।
নাম ঘোষণার সময় ট্রাম্প বলেন, ‘সুসি কঠোর পরিশ্রমী ও সর্বজনীনভাবে প্রশংসিত। আমি জানি দেশের জন্য সুসি তার সর্বোচ্চ শ্রমটা দেবেন।’
সুসি যুক্তরাষ্ট্রকে গৌরবান্বিত করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই উল্লেখ করেন তিনি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech