প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি থেকে নির্বাচন করার ঘোষণা দেয়ার পর থেকেই সরাইল বিএনপি’র একাংশের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বিএনপি’র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা বিভিন্ন সভা-সেমিনারে সরাইলের স্থানীয় বাসিন্দাকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে বহিরাগত প্রার্থী ঠেকানোর ঘোষণা দিচ্ছেন। ‘বহিরাগত’ বলা ছাড়াও রুমিন ফারহানাকে নিয়ে নানা ধরনের চ্যালেঞ্জ ও সমালোচনার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। এসবের প্রতিবাদে শনিবার রাতে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সরাইল বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ’ সাবেক-বর্তমান নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র একাংশকে বাংলাওয়াশ করেছেন তিনি। রুমিন ফারহানা বলেন, সরাইলের মাটি বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান তথা ধানের শীষের ঘাঁটি। এই ঘাঁটিতে বিএনপি’র ১০১ সদস্যের কমিটির মধ্যে ৯৯ জনের নাম তিন বছরেও প্রকাশ না করে শুধু ২ জনের রাজত্ব চালানো লজ্জার ও ঘৃণার। ২ সদস্যের আংশিক কমিটির নেতা আমাকে চ্যালেঞ্জ করে ‘বহিরাগত’ ও ‘পরে আমি চলে যাবো’- এমন সব কথা সহ নানা ধরনের সমালোচনা করছেন। আমি ভদ্রতা দেখিয়ে সহ্য করে যাচ্ছি। আমি ভদ্রলোকের সন্তান। তাই অভদ্র ভাষায় কথা বলতে পারি না। ওই সমালোচকদের প্রতি ইঙ্গিত করে রুমিন ফারহানা বলেন, গণতান্ত্রিক দেশে সকলেরই প্রার্থী হওয়া বা নির্বাচন করার অধিকার আছে।আমার গাড়ির চালক বলেছে সাতক্ষীরা থেকে নির্বাচন করতে চাই। আমি বলেছি করো। আমার রান্নাঘরের কাজ করে সেও বলছে নির্বাচন করবে। করতে বলেছি। আমাকে নিয়ে এত মাথাব্যথা কেন? আমি নাকি পরে চলে যাবো। ২ জনের নামের কমিটি আমাকে চ্যালেঞ্জ করে। আপনারা জানেন- আমি প্রতিবাদী মহিলা। ঢাকা শহরে অসুস্থ মাকে আল্লাহর কাছে জিম্মায় রেখে প্রতি সপ্তাহে জন্মভূমিতে চলে আসি। আমার পরিবার আমাকে অভদ্রতা ও বেঈমানি করতে শেখায়নি। ১৫ বছরে সরাইল সদরে একটা মিছিল সমাবেশ করতে পারোনি। মনে রাখবা নেতা টাকা নিয়ে মামলা দেয় না। নেতাকর্মী পুষে। আমি আওয়ামী লীগের ৩০০ এমপি’র বিরুদ্ধে সংসদে একা লড়াই করেছি। আমি যেখানে শেখ হাসিনাকে ভয় পাই না সেখানে তুমি কে? তোমার মতো চামচাদের নিয়ে আমি কথা বলতে চাই না। তারপরও বলতে হচ্ছে। তোমাদের বাপ-দাদা যখন জুতাও পরেনি, আমার দাদা তখন এখানকার সাব-রেজিস্ট্রার। তোমাদের বাপ-চাচা যখন ক্ষেতের বাইরে আসতে পারে না, আমার বাবা তখন এখানকার এমপি। গত ১৫ বছর ডিজিটাল নিরাপত্তা অ্যাক্ট, প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও হত্যাসহ আমার বিরুদ্ধে অগণিত মামলা হয়েছে। তোমাদের নামে কয়টি মামলা হয়েছে? আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করবো ইনশাআল্লাহ। ওই কর্মিসভায় উপজেলা ছাত্রদলের সাবেক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সরাইল উপজেলা বিএনপি’র দীর্ঘ ১৮ বছরের সাবেক সম্পাদক মো. আনোয়ার হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি মো. ওসমান মিয়া, মো. ইসমাঈল হোসেন উজ্জ্বল, শাহজাদাপুর ইউপি ছাত্রদলের সাবেক সভাপতি মো. শরিফ উদ্দিন, কালিকচ্ছ ইউপি বিএনপি’র সাবেক সম্পাদক মামুন মিয়া, নোয়াগাঁও-এর হাসান মৃধা, পানিশ্বর ইউপি বিএনপি’র সাবেক সম্পাদক আব্দুল মোমিন, অরূয়াইলের আব্দুর রউফ, বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, পাকশিমুল বিএনপি’র সাবেক সম্পাদক আলমগীর হোসেন ও সরাইল সদর ইউপি বিএনপি’র সাবেক সহ-সম্পাদক আরিফ মোহাম্মদ আবু শাহ প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech