প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :অন্তর্বর্তীকালীন সরকার যেসব কাজ করছে, সবক্ষেত্রে সহায়তা করতে চান বলে জানিয়েছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথেরিন ওয়েস্ট। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদের হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা জানি আইনশৃঙ্খলা পুনরূদ্ধার, জবাবদিহিতা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এসব উদ্দেশ্য সাধনে যুক্তরাজ্য সরকারের পূর্ণ সমর্থন রয়েছে।’
রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে আওয়ামী লীগের জন্যও সমান সুযোগ সৃষ্টির উদ্যাগ বৃটেন চায় কি-না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী ক্যাথেরিন বলেন, অবশ্যই, আমরা চাই সবকিছু কীভাবে এগিয়ে যাবে, সেটার রূপরেখা অধ্যাপক ইউনূস সরকার দেবে এবং পরবর্তী ধাপে যাওয়ার জন্য বাংলাদেশের জনগণকে সহায়তা করতে চাইবে যুক্তরাজ্য।
এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের জনগণের সঙ্গে জনগণের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান মন্ত্রী। একইসঙ্গে রোহিঙ্গাদের সহয়তায় আরো ১ কোটি পাউন্ড দেয়ার ঘোষণা দেন ক্যাথেরিন ওয়েস্ট।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech