মাস্ককে কটাক্ষ করলেন ব্রাজিলের ফার্স্ট লেডি

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

মাস্ককে কটাক্ষ করলেন ব্রাজিলের ফার্স্ট লেডি

আন্তর্জাতিক ডেস্ক :জি-২০ সোশ্যাল ইভেন্টে বক্তৃতাকালে ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করেছেন ব্রাজিলের ফার্স্ট লেডি জানজা লুলা দা সিলভা। শনিবার জি-২০ এর সোশ্যাল ইভেন্টের সম্মেলন চলাকালীন ব্রাজিলের ফার্স্ট লেডি ইলন মাস্ককে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য না ছড়ানোর পরামর্শ দেন। ইলনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভুল তথ্যের লাগাম টেনে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা আছে। জানজা লুলা দা সিলভার বক্তৃতার সময় জাহাজের ভেঁপু শব্দ ভেসে এলে তিনি মজা করে বলেন, আমি মনে করি এটি ইলন মাস্ক।

এর আগে জানজা বলেছিলেন, আপনার বিষয়ে আমি ভীত নই ইলন মাস্ক। সোশ্যাল নেটওয়ার্ক এক্সে পোস্ট করা ফার্স্ট লেডির এই ভিডিওতে হাহা রিয়্যাক্ট দিয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার এই মালিক। এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার নাম উল্লেখ করে এক্সের এক পোস্টে মাস্ক বলেছেন, আগামী নির্বাচনে তারা পরাজিত হতে যাচ্ছেন। আগামী সোম এবং মঙ্গলবার জি-২০ এর শীর্ষ সম্মেলনের আগে সোশ্যাল ইভেন্টে বক্তৃতার সময় ইলন মাস্ককে লক্ষ্যবস্তু করলেন ব্রাজিলের প্রেসিডেন্টের স্ত্রী।

উল্লেখ্য, এ বছর ব্রাজিলে এক মাসের জন্য ইলন মাস্কের সোশ্যাল মেসেজিং নেটওয়ার্কটির কার্যক্রম স্থগিত করা হয়। ‘ঘৃণা এবং ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে অভিযুক্ত অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে দেশটির আদালতের আদেশ উপেক্ষা করায় এমন নিষেধাজ্ঞার কবলে পড়েছিল মাস্কের মাইক্রো ব্লগিং নেটওয়ার্কের এই যোগাযোগমাধ্যম।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ