সাবেক স্পিকার শিরীন শারমিনের নতুন পাসপোর্টের আবেদন স্থগিত

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

সাবেক স্পিকার শিরীন শারমিনের নতুন পাসপোর্টের আবেদন স্থগিত

ডায়ালসিলেট ডেস্ক :সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নতুন পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। একই সাথে তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্ট আবেদনটিও স্থগিত করা হয়।

রোববার ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক ইসমাইল হোসাইন বলেন, ‘তার পাসপোর্টের বিষয়ে কোনো ডেভেলপমেন্ট হয়নি। এতটুকু আমি বলতে পারি।’

এর আগে গত ৫ নভেম্বর ঘরে বসেই শিরীন শারমিন পাসপোর্ট পাচ্ছেন এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। তাতে দেখা যায়, হত্যা মামলার আসামি হলেও বিশেষ ব্যবস্থাপনায় শিরীন শারমিনের ফিংগার প্রিন্ট, ছবি ও চোখের আইরিশ নেয়া হয়।

উল্লেখ্য, সরকার পতনের পর গত ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিগত সরকারের মন্ত্রী ও সব সংসদ সদস্যের কূটনৈতিক পাসপোর্ট বাতিল ও সাধারণ পাসপোর্ট বিষয়ে নীতিমালা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

0Shares