ইসকন কর্তৃক আইনজীবী হ ত্যা র প্রতিবাদে শাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪

ইসকন কর্তৃক আইনজীবী হ ত্যা র প্রতিবাদে শাবিতে বিক্ষোভ মিছিল

ডায়ালসিলেট :সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুুক্তির দাবিতে চট্টগ্রামে আন্দোলন চলাকালীন সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টায় শাহপরাণ হলের সামনে থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নিয়ে প্রথমে বঙ্গবন্ধু হল এবং পরে ক্যাম্পাস ঘুরে প্রধানফটকে এসে শেষ হয়।
মিছিল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবেনা’ ‘ইসকন তুই স্বৈরাচার এই মুহূর্তে বাংলা ছাড়’ ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’ আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মিছিল পরবর্তী সমাবেশে বিশ্ববিদ্যালয়টির সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদারে সঞ্চাচলনায় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের দেলোয়ার হোসেন শিশির, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পলাশ বখতিয়ার প্রমুখ।

আজাদ শিকদার বলেন, ‘আপনারা যদি সত্যিই বিপ্লবী সরকার হয়ে থাকেন তাহলে সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ করবেননা। ইসকনের দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে হলে দ্রুত এদের গ্রেফতার করতে হবে। ইসকনকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাশকে কলঙ্কযুক্ত করতে হবে। অন্যথায় এদের ছাত্র সমাজ মোকাবেলা করবে।’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিরশির বলেন, ‘আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, কিন্তু ভারতের প্রেসক্রিপশনে যদি এই সম্প্রীতি ধ্বংসের পরিকল্পনা করা হয় তাহলে এদেশের আপামর জনতা দাঁতভাঙা জবাব দেবে।’

0Shares