প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪
ডায়াল সিলেট ডেস্ক :: দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে থাকা অবৈধ ইটভাটার কার্যক্রম যাতে শুরু না হতে পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে বিভাগীয় কমিশনারদের সাত দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) আবেদনটি করে।
এর আগে সারা দেশে লাইসেন্সহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে এইচআরপিবি একটি রিট করে। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে সম্পূরক আবেদনটি করে এইচআরপিবি।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।
জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আগের আদেশ অনুসারে বিভাগীয় কমিশনাররা পদক্ষেপ গ্রহণ না করায় ও আদালতে কার্যক্রমের অগ্রগতি জানিয়ে কোনো প্রতিবেদন দাখিল না করায় সম্পূরক আবেদনটি করা হয়। শুনানি নিয়ে হাইকোর্ট এক সপ্তাহের মধ্যে বিভাগীয় কমিশনারদের নিজ নিজ এলাকার অবৈধ ইটভাটার মালিকেরা যাতে তাঁদের কার্যক্রম শুরু না করতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। কার্যক্রম ও পদক্ষেপ সম্পর্কে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech