প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪
স্পোর্টস ডেস্ক:জার্মান কাপের সর্বোচ্চ ২০ বারের জয়ী দল বায়ার্ন মিউনিখ আবারও শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে। লেভারকুজেনের কাছে ১-০ গোলে হারের রাতে ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখতে হয় জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যারকে।
বায়ার্নের জার্মান কাপ ধাঁধা যেন কাটছেই না। ২০১৯-২০ মৌসুমের পর কোয়ার্টার ফাইনালও পার করতে পারেনি ভিনসেন্ট কোম্পানির বর্তমান দল। মঙ্গলবার দুঃস্বপ্নের রাতে ফুটবলীয় ক্যারিয়ারে প্রথমবারের মত লাল কার্ড দেখতে হয় ম্যানুয়েল নয়্যারকে। এর আগে জীবনে ৮৬৬ ম্যাচ খেললেও কখনোই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়নি জার্মান এই গোলকিপারের। ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্ন শুরু থেকে ভালো করলেও অঘটন ঘটে ম্যাচের ১৭তম মিনিটে। ডি বক্স থেকে বেরিয়ে এসে লেভারকুজেন খেলোয়াড় জেরিমি ফ্রিম্পংকে ফাউল করে বসেন নয়্যার। রেফারী এসে তাকে সরাসরি লাল কার্ড দেখালে তার জায়গায় মাঠে নামেন ইজরাইলের গোলকিপার ড্যানিয়েল পেরেটজ। চোটের কারণে এমনিতেই দলের বাইরের ছিলেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। একজন কম নিয়ে তারপরও লেভারকুজেনের বিপক্ষে ভালো লড়াই করছিলো ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। প্রায় ৬০ শতাংশ বল নিজেদের পায়ে রাখলেও শেষে বাজিমাত করে শাবি আলন্সোর দল । ৬৯তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার নাথান টেলা। ম্যাচের পর নয়্যার বলেন, ‘এটা আমাদের জন্য খুব কষ্টকর। লাল কার্ডটিই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। আমি দুঃখিত।’
রেকর্ড ২০ বার জার্মান কাপ জিতেছে বায়ার্ন মিউনিখ, যা দ্বিতীয় সেরা এসভি ওয়ার্ডার ব্রেমেনের থেকে ১৪টি বেশি। শেষবার ফাইনালে গিয়ে এই লেভারকুজেনকেই ৪-২ গোলে পরাজিত করে বায়ার্ন। গতবারের বুন্ডেসলিগা জয়ী বায়ার লেভাকুজেনের এবারের লীগ শিরোপা যাত্রা তেমন সুখকর হয়নি। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লীগ দৌড়ে তাদের অবস্থান তৃতীয়। জিতেছে ছয়টি ম্যাচ, ড্র পাঁচটি এবং হেরেছে একটি ম্যাচ। তবে জার্মান কাপে বায়ার্নকে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছে যায় আলন্সো শিষ্যরা। জার্মান জায়ান্ট বায়ার্নের বিপক্ষে এই নিয়ে শেষ পাঁচ দেখায় অপরাজিত থাকলো লেভারকুজেন। যার মধ্যে জয় পেয়েছে তিনটিতে এবং ড্র করেছে দুইটি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech