অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার তাগিদ

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার তাগিদ

ডায়ালসিলেট ডেস্ক :দেশের বিরাজমান সংকট নিরসনে আবারো দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার তাগিদ দিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সম্পর্কিত সংস্কার করে সরকারকে রোডম্যাপ দেয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র   ঐক্যের উদ্যোগে ‘স্বৈরাচার এরশাদ পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে’ এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে, সেগুলো শেষ করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। জনগণ ঠিক করবে আগামীর বাংলাদেশ কেমন হবে।
জনগণ ঠিক করবে তাদের সরকার কে হবে? সরকারকে রক্ষা করতে পারে, সরকারকে বিদায় করতে পারে, এটা এ দেশের মানুষ প্রমাণ করেছে। এই সরকারকে আমরা সমর্থন করেছি। এজন্য সমর্থন করেছি, এই সরকারকে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে বিদায় হতে হবে।
সংস্কার প্রসঙ্গে ড. মোশাররফ বলেন, সবচেয়ে অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্র তৈরির জন্য। এই সম্পর্কিত সংস্কার করা এবং নির্বাচনের রোডম্যাপ দেয়া।দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, আজকে আমরা দেখছি ষড়যন্ত্র চলছে। সম্মিলিত আন্দোলনের মুখে একটি সরকার পদত্যাগে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তারা একটি দেশে অবৈধভাবে আশ্রয় গ্রহণ করেছে। সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে, এটা আমরা অবিশ্বাস করি না। তারা পতিত স্বৈরাচার। তারা চেষ্টা করবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মোশাররফ বলেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যের জন্য আগেও বলেছি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাও আহ্বান জানিয়েছেন। আমরাও তাদের সমর্থন দিয়ে এসেছি। আমাদের ধর্ম, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।ডাকসু’র সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা নাজিম উদ্দিন আলমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নব্বইয়ের ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব, জহির উদ্দিন স্বপন, খায়রুল কবির খোকন, কামরুজ্জামান রতন, খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, সুরঞ্জন ঘোষ প্রমুখ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ