প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪
ডায়াল সিলেট ডেস্ক :: গুরুতর অসুস্থ বলিউড অভিনেত্রী সায়রা বানু। ভারতীয় গণমাধ্যম ডিএনএ জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা বেশ সংকটজনক। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। সায়রা বানুর হাঁটুতে দুটি ব্লাড ক্লট ধরা পড়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কয়েক দিন ধরেই দিলীপ কুমারের স্ত্রীর শারীরিক অবস্থা ভালো নেই। বাড়িতে তিনি ঠিকমতো চলাফেরাও করতে পারছেন না। চিকিৎসকেরা ইতিমধ্যেই অভিনেত্রীকে দেখেছেন। তবে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজনীয়তা রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, চলতি বছরেই অশীতিপর অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়।
দিলীপ কুমারের থেকে বয়সে ২২ বছরের ছোট ছিলেন সায়রা বানু। বয়সকে এক পাশে সরিয়ে দিলীপ কুমারকে চুপি চুপি মনও দিয়ে ফেলেছিলেন সায়রা। তবে দিলীপ কুমার একেবারেই সেটা টের পাননি প্রথমে। তত দিনে শাম্মি কাপুরের বিপরীতে বলিউডে পা দিয়ে ফেলেছেন সায়রা। তাঁর মিষ্টি চেহারা নিয়ে বলিউডে সেই সময় নানা কথা। দিলীপ কুমারেরও চোখ এড়িয়ে যায়নি। সায়রার মিষ্টি স্বভাবে অল্প হলেও মন মজেছিল দিলীপ কুমারের। শোনা যায়, প্রথম দেখাতে নাকি সায়রার ভূয়সী প্রশংসা করেছিলেন দিলীপ। আর তা শুনে সায়রা একেবারেই লজ্জায় লাল। সেই প্রথম আলাপের পরেই প্রেমের সূত্রপাত। ১৯৬৬ সালের ১১ অক্টোবর সায়রার সঙ্গে বিয়ে করেন দিলীপ কুমার। তখন সায়রার বয়স ২২, দিলীপ কুমারের ৪৪।
দিলীপ কুমার তাঁর বায়োগ্রাফিতে লিখেছিলেন, সায়রার গর্ভে এসেছিল সন্তান। তবে সন্তানধারণের পর সায়রা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসক বাঁচাতে পারেনি দিলীপ-সায়রার সন্তানকে। ঠিক এ ঘটনার পরেই দিলীপ কুমার ১৯৮১ সালে আবার বিয়ে করেন, যা কিনা টিকে ছিল মাত্র দুই বছর। প্রেমের টানে আবার সায়রার কাছেই ফিরে আসেন তিনি।
অন্যদিকে দিলীপের সংসারে মন দিতেই নিজের ক্যারিয়ারকে ছেড়ে ছিলেন সায়রা। দিলীপ কুমারকেই জীবনের মূলমন্ত্র করেছিলেন তিনি।
হঠাৎ স্বামী ছেড়ে যাওয়ায় ভেঙেও পড়েছিলেন সায়রা। তবে দিলীপের প্রতি ভালোবাসা একটুও কমেনি। ২০২১ সালের জুলাই মাসে প্রয়াত হন দিলীপ কুমার।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech