সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল লীগের চ্যাম্পিয়ন রংপুর

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল লীগের চ্যাম্পিয়ন রংপুর

স্পোর্টস  ডেস্ক:প্রথমবারের মত অনুষ্ঠিত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। ফাইনালে সৌম্য সরকারের ব্যাটিং নৈপুন্যে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি দল ভিক্টোরিয়াকে হারিয়ে জয় তুলে নেয় রংপুর।

   প্রেসিডেন্স স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামা রংপুরের শুরুটা হয় দারুণ। পাওয়ার প্লেতে মাত্র ৪০ রান তুললেও সৌম্য ও স্টিভেন টেলরের উদ্বোধনী জুটি তোলে ১২৪ রান। ৪৯ বলে ৪টি ছক্কা ও ৪টি চারের মারে ৬৮ রান করে আউট হন টেলর। এরপর সাইফ হাসান (৬) ও ওয়েন ম্যাডসন (১০) দ্রুতই সাজঘরে ফিরলে বড় লক্ষ্য গড়ে দেয়ার শঙ্কায় পড়ে যায় রংপুর রাইডার্স। তবে অপরপাশে তখনো টিকে ছিলেন সৌম্য সরকার। ভিক্টোরিয়া বোলারদের নাস্তানাবুদ করে ৫টি ছক্কা ও ৭টি চারের মারে দলকে এনে দেন ১৭৮ রানের বড় সংগ্রহ। তিনি অপরাজিত থাকেন ব্যক্তিগত ৮৬ রানে। রান তাড়ায় নেমে ৩.২ ওভারে দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় ক্রিকেট ভিক্টোরিয়া। এরপর রংপুরের বোলিং দক্ষতায় নিয়মিত উইকেট হারিয়ে ১৮.১ ওভারে দলীয় ১২২ রানে অলআউট হয়ে যায় অজি ফ্র্যাঞ্চাইজি দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন জো ক্লার্ক। রংপুরের হয়ে বল হাতে পুরো টুর্নামেন্টে জ্বলতে থাকা আমেরিকান স্পিনার হারমিত সিং এই ম্যাচেও শিকার করেন তিনটি উইকেট। শেখ মেহেদী, সাইফ হাসান ও রিশাদ হোসেন নেন দুইটি করে উইকেট।
0Shares