দামেস্ক এখন নিরাপদ: বিরোধীদলীয় নেতা

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪

দামেস্ক এখন নিরাপদ: বিরোধীদলীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার রাজধানী এখন নিরাপদ বলে জানিয়েছেন বিরোধী দলের নেতা হাদি আল-বাহরা। স্থানীয় গণমাধ্যম আল-আরাবিয়্যাকে এ কথা জানিয়েছেন তিনি। হাদি বলেছেন, আসাদ শাসনামলের অবসান হয়েছে এবং এর মধ্য দিয়ে সিরিয়া তার অন্ধারকার যুগ শেষ করেছে। দ্য ন্যাশনাল কোয়ালিশন অব সিরিয়া রেভ্যুলুশন অ্যান্ড অপজিশন ফোর্সেস জোটের নেতৃত্ব রয়েছেন বাহরা। তিনি জনগণকে উদ্দেশ্য করে জোর দিয়ে বলেছেন, দামেস্কের পরিস্থিতি এখন নিরাপদ। সকল সম্প্রদায়ের এবং ধর্মের মানুষকে লক্ষ্য করে এক্সের এক বার্তায় বাহরা বলেছেন, যতক্ষণ পর্যন্ত না আপনি অন্যকারো উপর অস্ত্র তুলে ধরছেন বা ঘরে অবস্থান করছেন ততক্ষণ পর্যন্ত আপনি নিরাপদ। এখন থেকে কোনোরকম প্রতিশোধ গ্রহণ করা হবে না এবং মানবাধিকার লঙ্ঘন করা হবে না। এছাড়া সিরিয়ার সকল জনগণের মানবিক মর্যাদা রক্ষা করার ঘোষণাও দিয়েছেন বিরোধী দলের ওই নেতা।

0Shares