প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক:নভেম্বরে নির্বাচনের পরপরই ডোনাল্ড ট্রাম্প তার জামাতা জেরেড কুশনারের বাবা, চার্লস কুশনারকে ফ্রান্সে রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। এবার ছেলের বউ কিম্বারলি গিলফয়েল ট্রাম্পকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলেন। এমন সময় ট্রাম্প তাকে বেছে নিলেন যখন গিলফয়েলের সঙ্গে তার স্বামী জুনিয়র ট্রাম্পের ছাড়াছাড়ির গুঞ্জন চাউর হয়েছে। কিম্বারলি সাবেক ফক্স নিউজ হোস্ট এবং রাজনৈতিক অর্থদাতা। তিনি ২০২০ সালের ৩১ ডিসেম্বর থেকে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমান তাদের ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছ। গ্রীসে রাষ্ট্রদূত হিসেবে গিলফয়েলের নিয়োগের ঘোষণার সময় ট্রাম্প তাকে বছরের পর বছর ধরে একজন ঘনিষ্ঠ বন্ধু এবং মিত্র হিসেবে উল্লেখ করেছেন। তবে তার ছেলের সঙ্গে সম্পর্কের বিষয়ে কোনো কথা বলেননি।
তিনি বলেন, গ্রীসের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনে তিনি সম্পূর্ণরূপে উপযুক্ত, যা প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য এবং অর্থনৈতিক উদ্ভাবনসহ নানা বিষয়ে আমাদের স্বার্থের অগ্রগতি সাধনে সহায়ক হবে।
এছাড়াও সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, আইন, মিডিয়া এবং রাজনীতিতে গিলফয়েলের ব্যাপক অভিজ্ঞতা এবং নেতৃত্বের পাশাপাশি তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তাকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য অত্যন্ত যোগ্য করে তুলেছে।
তবে মঙ্গলবারের ঘোষণার আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রেসিডেন্ট-নির্বাচিত ট্রাম্পের বড় ছেলে, ডোনাল্ড জুনিয়র, সোশ্যালাইট বেট্টিনা অ্যান্ডারসনের সঙ্গে ডেটিং করছেন।মঙ্গলবার, ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি মেইল ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ‘আইট গার্ল’ বেট্টিনা অ্যান্ডারসনের কয়েকটি ছবি প্রকাশ করে, যা তাদের সম্পর্কের অস্বীকারযোগ্য প্রমাণ হিসেবে বর্ণনা করা হয়।
এখন পর্যন্ত ট্রাম্পের অফিস বা গিলফয়েলের পক্ষ থেকে সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
সূত্র: এবিসি নিউজ
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech