হেরেই চলছে ম‍্যান সিটি

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

হেরেই চলছে ম‍্যান সিটি

স্পোর্টস ডেস্ক :ম্যানচেস্টার সিটির ব্যর্থতার ধারা যেন শেষই হয় না। একের পর এক ম্যাচে হতাশ করতে থাকা দলটি আজ চ্যাম্পিয়নস লীগে হারল জুভেন্টাসের কাছে। তুরিনে পেপ গার্দিওলার দল হেরেছে ২–০ গোলে। জুভেন্টাসের জয়ে গোল দুটি করেছেন দুসান ভ্লাহোভিচ ও ওয়েসটন ম্যাককেনিয়ে।

এই হারে সিটির চ্যাম্পিয়নস লীগে যাত্রাটা আরও কঠিন হয়ে গেল। এ নিয়ে সিটি চ্যাম্পিয়নস লীগে  ৬ ম্যাচ খেলে ২ জয়ের বিপরীতে দুটি ম্যাচে হেরেছে এবং অন্য দুটিতে ড্র করেছে। যার ফলাফলস্বরূপ চ্যাম্পিয়নস লীগে সিটির অবস্থান এখন ৮ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে। প্লে–অফ খেলতে হলে অন্তত ২৪–এর মধ্যে থাকতে হবে সিটিকে।

এখন পরের দুই ম্যাচ সিটির জন্য হতে যাচ্ছে অগ্নিপরীক্ষার। সেই ম্যাচগুলোতে ব্যর্থ হলে প্রথম রাউন্ডেই শেষ হয়ে যেতে পারে সিটির শিরোপা–স্বপ্ন। অন্যদিকে এই জয় জুভেন্টাকে নিয়ে এসেছে ১৪ নম্বরে। ৬ ম্যাচের ৩টিতে জিতেছে তারা।

একই রাতের অন্য ম্যাচে মোনাকোকে ৩–০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। এই জয়ের পর তালিকার তিনে ওঠে এসেছে ‘গানাররা’। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। এ ছাড়া আরেক ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ২–১ গোলে হারিয়েছে এসি মিলান। ১২ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে মিলান।

0Shares