প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪
বিনোদন ডেস্ক :হায়দরাবাদে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় গতকাল অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ৫০ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে তেলঙ্গানা হাইকোর্ট। এরআগে হায়দরাবাদের নিম্ন আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এরপর গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। সেখানে তার আবেদন মঞ্জুর হয়েছে। অভিনেতাকে শুক্রবার সকালে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার পাশাপাশি আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের মালিকও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট। এদিন সারারাত জেলেই ছিলেন আল্লু। শনিবার সকালে জেল থেকে বেরিয়ে এই অভিনেতা বলেন, আমি দুঃখিত, শোকাহত। আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব। অভিনেতা বলেন, মারা যাওয়া সেই নারীর পরিবারের প্রতি আমি সমব্যথিত। পুরো ঘটনায় খুবই শোকাহত। দেশের আইনকে সম্মান করি। কথা দিচ্ছি এই দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব। এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন সেই নারীর স্বামী ভাস্কর। তিনি গণমাধ্যমকে বলেন, মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে তার তো কোনও হাত নেই।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech