পার্লামেন্টে দ. কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

পার্লামেন্টে দ. কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক :পার্লামেন্টে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োলের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হয়েছে। এর ফলে তাকে এখনই ক্ষমতা হারাতে হচ্ছে না। অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ সময় নেয়। পার্লামেন্টে পাস হওয়া অভিশংসন প্রস্তাব এখন চলে যাবে সরাসরি সাংবিধানিক আদালতে। তাতে আছেন ৯ জন সদস্য। যদি অভিশংসন প্রস্তাব বহাল রাখার পক্ষে তার মধ্যে ৬ জন মত বা ভোট দেন, তবেই প্রেসিডেন্ট তার ক্ষমতা হারাবেন। যদি প্রেসিডেন্ট ক্ষমতা হারান তাহলে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে ৬০ দিন বা দুই মাসের মধ্যে।

অভিশংসন প্রস্তাব পাস হওয়ার পর বিরোধী শিবিরে আনন্দের বিস্ফোরণ দেখা দিয়েছে। প্রস্তাবের ওপর ভোট হওয়ার পর পার্লামেন্টের স্পিকার উ ওন-শিক বুক ফুলিয়ে ঘোষণায় বলেছেন, প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে মোট ২০৪টি। বিপক্ষে ভোট পড়েছে ৮৫টি। ভোটদানে বিরত ছিলেন তিনজন এমপি। ৩০০ এমপির মধ্যে এই ভোট হলে আটটি ভোটকে বাতিল করা হয়েছে। এই ঘোষণা দিয়ে তিনি বলেন, অভিশংসন প্রস্তাব পাস হয়েছে। একই সঙ্গে পার্লামেন্ট অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন তিনি। স্পিকার আরও বলেন, আমরা আশা করি বছর শেষে জনগণ কিছুটা আনন্দ পেয়েছে। বছর শেষের দিকে যে উৎসব বাতিল করা হয়েছিল, সেই উৎসব আবার শুরু হবে। তিনি আরও বলেন, কোরিয়ার ভবিষ্যত এবং আমাদের আশা আমরা মনে করি জনগণের হাতে। তাই আমাদের প্রত্যাশা অনেক শক্তিশালী। আপনাদেরকে ধন্যবাদ। এ ঘোষণার সঙ্গে সঙ্গে বিরোধী শিবিরে আনন্দের বন্যা বয়ে যায়।

অন্যদিকে রাজধানী সিউলের এক অংশে প্রেসিডেন্ট ইউনের সমর্থনে তার সমর্থকরা র‌্যালি করছিলেন। তারাও উৎসবের আমেজে ছিলেন। স্পিকারের ঘোষণার পর তা যেন মুহূর্তেই ফুটো বেলুনের মতো চুপসে যায়। বিবিসির সাংবাদিক রিচার্ড কিম বলেন, পার্লামেন্টে প্রস্তাবের পক্ষে ভোটের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে বিরোধী ডেমোক্রেট পার্টিতে আনন্দ যেন বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে। রায় ঘোষণার পর পরই পার্লামেন্ট থেকে নীরবে বেরিয়ে যান ক্ষমতাসীন দলের এমপিরা। এর আগে ভোট গণনার সময় এ দলের কিছু এমপিকে দু’হাত তুলে প্রার্থনা করতে দেখা যায়।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ