প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪
বিনোদন ডেস্ক:বেশ কিছু দিন ধরে গুঞ্জন শুরু হয়েছে, টালিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিজের একাধিক জনপ্রিয় ছবির সিক্যুয়েল নিয়ে ফেরার ভাবনায় রয়েছেন। তার ঝুলিতে ‘হেমলক সোসাইটি’র সঙ্গে নাকি ‘ভিঞ্চিদা’ও রয়েছেন। ফলে কোন ছবির পাল্লা ভারি তা নিয়ে চর্চা চলছিল। সৃজিত যেন দায়িত্ব নিয়ে সেই পর্বের জট কাটানোর পথে। গুঞ্জনে পরোক্ষে সিলমোহর পড়তেই রসিকতায় মেতেছে টালিপাড়া। নায়িকার দ্বিতীয়বার মা হওয়া আর ‘হেমলক সোসাইটি’র দ্বিতীয়বার ফেরা একই দিনে! অল্প সময়ের ব্যবধানে। পুরোটাই কাকতালীয়।আরও শোনা গেছে দিন কয়েক আগে— সৃজিতের ‘আনন্দ কর’ ফিরতে পারেন। তাহলে কি ‘মেঘনা’ও ফিরবেন? কিন্তু তিনি যে সদ্য দ্বিতীয়বারের জন্য মা হলেন। এর মধ্যে সৃজিত মুখোপাধ্যায়ের একটি পোস্ট নজরে এসেছে নেটিজেনদের মাঝে। সেখানে ছবিতে দেখা যাচ্ছে মুখোমুখি প্রযোজক শ্রীকান্ত মোহতা ও নির্মাতা সৃজিত।
ছবির বিবরণীতে তিনি নেটিজেনদের ভাবা ‘প্র্যাকটিস’ করতে বলেছেন। হ্যাঁ, এভাবেই বুঝি তিনি তার পরের ছবির আগাম আভাস দিলেন! সৃজিতের লেখা অনুযায়ী— অনুমান করুন, কোন সিক্যুয়েল নিয়ে আলোচনা চলছে? তারপরেই ছোট্ট ইঙ্গিত দিলেন— ভয় পেও না আনন্দ করো।
এই ‘আনন্দ কর’ নামটা সৃজিতের ছবির অনুরাগীদের ভীষণ চেনা। তার তৃতীয় ছবি ‘হেমলক সোসাইটি’র নায়ক ‘আনন্দ কর’। এই চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। বিপরীতে ‘মেঘনা’ কোয়েল মল্লিক।
যারা ইঙ্গিত অনুমান করতে পেরেছেন, তারা ‘হেমলক সোসাইটি ২’ ফিরছে, এই আনন্দেই মাতোয়ারা। সঙ্গে একরাশ কৌতূহল, ‘আনন্দ কর’ ফিরলে কি ‘মেঘনা’ও ফিরবেন? কিন্তু ‘মেঘনা’ ওরফে কোয়েল যে সদ্য দ্বিতীয়বার মা হলেন। তিনি কি এখনই শুটিংয়ে ফিরতে পারবেন? সে ক্ষেত্রে কি নতুন নায়িকা বাছাই করা হবে? নাকি পুরোটাই নায়কনির্ভর ছবি হবে?
সৃজিত ধোঁয়াশা ছড়িয়ে যথারীতি চুপ। সবিস্তার জানতে যোগাযোগ করা হয়েছিল আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে। সেখানে তিনি নীরবতা পালন করলেন। একইভাবে নীরব প্রযোজক শ্রীকান্ত মোহতাও। অবশ্য অভিনেতা পরমব্রত সরাসরি উত্তর দিয়েছেন—সবটাই সৃজিত জানেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech