প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪
বিনোদন ডেস্ক:ক্যারিয়ারের শুরুর দিকে উচ্চারণ সমস্যার কারণে অভিনয়ে অনেক বেগ পেতে হয়েছে মেহজাবীনকে। অভিনয়কে পেশা হিসেবে নেয়ার ইচ্ছা ছিল না এক সময়। কিন্তু যখন ঠিক করলেন অভিনয়ে নিয়মিত হবেন, তখন আর তাকে থামিয়ে রাখা যায়নি। উচ্চারণ সমস্যা ঠিক করেছেন, বাড়িয়েছেন অভিনয় দক্ষতা। দেশের প্রেক্ষাগৃহে অভিষিক্ত হওয়ার আগ মুহূর্তে এভাবেই নিজের ক্যারিয়ারের শুরুর গল্পগুলো বলছিলেন মেহজাবীন। ২০শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘প্রিয় মালতী’। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। এ উপলক্ষে ১৫ই ডিসেম্বর রাতে রাজধানীর অল কমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনের। সেখানেই নিজের ক্যারিয়ার ও সিনেমা নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি জানান, ছোট্ট করে একটা গল্প শুনিয়েছিলেন নির্মাতা। সেটাই এত ভালো লেগেছিল যে কাজের জন্য মানা করতে পারেননি। বিশেষ দিনে নিজের সব সহশিল্পী, সহকর্মী, নির্মাতাকে ধন্যবাদ জানান মেহজাবীন। ‘বড় পর্দায় কবে আসছেন মেহজাবীন?’ এই প্রশ্নের মুখোমুখি হওয়া থেকে মুক্তি পেলেন তিনি। আয়োজনের চমক হিসেবে ছিল মেহজাবীনের উপস্থাপনা। মূল আয়োজনটি তিনি নিজেই পরিচালনা করেন, দেন স্বাগত বক্তব্য, আলোচনার মাধ্যমে সিনেমাটির নানা দিক তুলে আনেন অভিনেত্রী, জানান নিজের সম্পর্কেও। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আদনান আল রাজীব, অন্যতম প্রযোজক রেদওয়ান রনি, অভিনেতা আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট। আয়োজনে এসেছিলেন রিজভী রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরী। অভিনেত্রী, পরিচালক ছাড়াও ফিচার ফিল্মের প্রযোজক হিসেবে অভিষিক্ত হচ্ছেন নির্মাতা প্রযোজক আদনান আল রাজীব। নির্মাতা হিসেবেই অধিক পরিচিত তিনি। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফরম চরকি। এরইমধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া ‘প্রিয় মালতী’ পেয়েছে ব্যাপক প্রশংসা। একদম দেশীয় প্রেক্ষাপটে বানানো সিনেমাটি সহজেই বুঝতে পেরেছেন বিদেশি দর্শক।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech