প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪
ডায়াল সিলেট ডেস্ক :: ২০১৩ সালের বিপিএলে চিটাগং কিংসের হয়ে বিপিএল খেলেছিলেন শন টেইট। চিটাগং কিংস বিপিএলে ফিরেছে আবার। ফিরেছেন টেইটও। তবে এবার অন্য ভূমিকায়। অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার দায়িত্ব নিয়েছেন চিটাগং কিংসের কোচের।
৩০ ডিসেম্বর থেকে শুরু টুর্নামেন্টের ছয় দিন আগেই ঢাকায় চলে এসেছেন টেইট। কাল ঢাকায় পৌঁছে আজ সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে দল নিয়ে নেমে পড়েছেন অনুশীলনেও। অনুশীলন শেষে সাংবাদিকদের জানালেন, চিটাগং কিংসের হয়ে বাংলাদেশে আবারও এসে কিছুটা স্মৃতিভারাক্রান্ত তিনি।
শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় দাঁড়িয়ে কথা বলার সময় গায়ের জার্সিটা দেখিয়ে হেসে বলেন, ‘যখন প্রথম কলটা পাই, নস্টালজিয়া তো কাজ করেছেই। ২০১৩–তেও এসেছি এখানে। কিছু স্মৃতি মনে পড়ে গেছে…জার্সির রংও একই আছে (হাসি)।’
টেইট এমন একটা সময়ে বাংলাদেশে ফিরলেন, যখন এই দেশে পেসারদের রমরমা। একসময়ের পেসার–সংকট কাটিয়ে বাংলাদেশ দল এখন পারছে পেসারদের বিশ্রাম দিয়ে খেলানোর বিলাসিতা করতে। পেসারদের এই তালিকায় সর্বশেষ সংযোজন নাহিদ রানা। শুধু সংযোজন বললে অবশ্য কম বলা হবে, নাহিদ রানা রীতিমতো চোখে পড়ার মতো সংযোজনই।
সামনে শন টেইটের মতো একজনকে পেয়ে নাহিদ রানাকে নিয়ে তাঁর কাছ থেকে কিছু জানার লোভ সংবরণ করা কঠিন। এক সাংবাদিকের প্রশ্নে টেইটও বুঝিয়ে দিলেন, বাংলাদেশের নতুন পেস সেনসেশন চোখে পড়েছে তাঁরও, ‘আমি তাকে পাকিস্তান সিরিজে টিভিতে দেখেছি। এর আগে খুব বেশি জানতাম না ওর সম্পর্কে। অনেক লম্বা ও শক্তিশালী ছেলে। আমি বলব, বাংলাদেশের ক্রিকেটে এটা রোমাঞ্চকর একটা বিষয়, বিশেষত পেস বোলিংয়ে। সব সময় তো এমন হয় না, তাই না?’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech