প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪
ডায়াল সিলেট ডেস্ক :: দাবি পূরণের আশ্বাস দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সরকারকে সহযোগিতা করার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।
রোববার দিবাগত রাত সাড়ে নয়টায় দিকে হাসনাত আবদুল্লাহ শাহবাগে যান।এ সময় আন্দোলনরত ট্রিইনি চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দিয়ে তিনি বলেন, আগামী জুলাই থেকে আপনাদের ভাতা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হবে। এ সময় সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান হাসনাত। তবে আন্দোলনরত চিকিৎসকরা তার আহ্বান প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
পরে নতুন কর্মসূচি দিয়ে ১১ ঘণ্টা পর রোববার রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন চিকিৎসকরা।
আন্দোলনরত চিকিৎসকরা বলেন, সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বটতলায় জমায়েত হবেন চিকিৎসকরা। এরপর ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রওনা হবেন তারা। প্রধান উপদেষ্টাকে জানুয়ারি থেকে ৩৫ হাজার টাকা এবং জুলাইয়ে ৫০ হাজার টাকা বাড়ানোর দাবি জানাবেন।পাশাপাশি কর্মবিরতি অব্যাহত থাকবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech