স্পোর্টস ডেস্ক:আগামীকাল পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) একাদশ আসরের। ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের পর তৃতীয় দল হিসেবে এবার জানা গেলো ঢাকা ডায়নামাইটসের অধিনায়কের নাম। শ্রীলঙ্কান অভিজ্ঞ অলরাউন্ডার থিসারা পেরেরার হাতে তুলে দেয়া হয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের দলের দায়িত্ব।

  পেরেরা আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ চুকিয়েছেন তিন বছর আগেই। ঢাকার দলে দেশের তারকা ক্রিকেটার লিটন দাস থাকলেও পেরেরাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজি দলটি। আজ অনুশীলনের আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা জানায়, ‘ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ পেরেরার কাছে অধিনায়কত্বের ক্যাপ তুলে দিয়েছেন।’ ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার মেহেদী হাসান রানাকে শেষ মুহূর্তে ভেড়ায় দলটি। তার আগে সরাসরি চুক্তিতে দলে নেয় পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে। বেশ কিছুদিন আগেই ফ্র্যাঞ্চাইজি দলটি দলে ভেড়ায় দুই আফগান অলরাউন্ডার ফারমানউল্লাহ শাফি এবং আমির হামজাকে। ড্রাফট অনুষ্ঠিত হবার আগেই সরাসরি চুক্তিতে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে চমক দেখায় শাকিব খানের দল।

বাঁহাতি এই পেসারের সঙ্গে যোগ দেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যাবে লিটন কুমার দাসকে। ড্রাফট থেকে তারা দলে নেয় ব্যাটার সাব্বির রহমান ও মুনিম শাহরিয়ারকে। বিদেশীদের নিয়েও চমক দেখায় ঢাকা। তাদের হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার জনসন চার্লস, পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব ও একই দেশের মির হামজা।
আগামীকাল ৩০শে ডিসেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে ঢাকা। এখন পর্যন্ত ফরচুন বরিশাল তামিম ইকবাল ও রংপুর রাইডার্স নুরুল ইসলাম সোহানকে নিজেদের অধিনায়ক করার ঘোষণা দেয়। আজ সন্ধ্যায় আরেক দল খুলনা টাইগার্সের তাদের অধিনায়ক ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা ক্যাপিটালস:
দেশি: মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু, আলাউদ্দিন বাবু ও মেহেদী হাসান রানা।
বিদেশি: জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), আমির হামজা হোতাক (আফগানিস্তান), সাইম আইয়ুব (পাকিস্তান), মির হামজা (পাকিস্তান), চতুরঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা) ও ফারমানউল্লাহ শাফি (আফগানিস্তান)।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *