প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত। যেখানে একই স্থানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয়-সূর্যাস্ত। তাই পুরানো বছর বিদায় এবং নতুন বছর বরণে ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে কুয়াকাটা সমুদ্র সৈকত। তবে দূর দূরান্ত থেকে এবার আশানুরূপ পর্যটক না আসায় হতাশার কথা জানিয়েছেন কুয়াকাটার হোটেল ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, তাদের ধারণা ছিল ২০২৪ সালের শেষ সূর্যাস্ত এবং ২০২৫ সালের প্রথম সূর্যোদয় দেখতে কুয়াকাটায় প্রায় অর্ধলক্ষাধিক পর্যটকের আগমন ঘটবে। তার জন্য প্রস্তুতিও ছিল। ৩১ ডিসেম্বরকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতা, তীব্র শীতসহ নানা কারণে এবার দূর দূরান্ত থেকে পর্যটক এসেছে কম। তবে ভোর থেকে স্থানীয় দর্শনার্থীদের পদাচরণায় মুখরিত ছিল সমুদ্র সৈকত। দূর দূরান্ত থেকে আশানুরূপ পর্যটক আসায় হোটেল মোটেলের রুমগুলো অনেকটাই ফাঁকা পড়েছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ী মিরন বলেন, ৩১ ডিসেম্বর নিয়ে গত কয়েকদিন রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা দেখা দিয়েছে। সবার মধ্যে একটা উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। ৩১ ডিসেম্বর দেশে আবার কি হয়। এ পরিস্থিতির কারণে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক তেমন আসেনি। তবে স্থানীয় দর্শনার্থীরা এসেছেন। কিছু বিদেশি পর্যটকও ছিল।
কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, এ বছর থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে কুয়াকাটায় পর্যটকের উপস্থিতি কিছুটা কম। আবাসিক হোটেলগুলোতে মাত্র ৩০ থেকে ৪০ শতাংশ বুকিং হয়েছে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মোতালেব শরীফ বলেন, থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপস্থিতি এবার কম। আবাসিক হোটেলগুলোতে ৪০% ছাড় দেওয়া হয়েছে। বেশিরভাগ আবাসিক হোটেলের রুম খালি পড়ে আছে। এ বছর এমন পরিস্থিতির কথা ভাবতেও পারেনি কেউ।
তবে বছরের প্রথম সূর্যোদয় দেখতে শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে এসেছেন অনেকেই। নতুন বছরের নতুন সূর্যোদয়ের সময়ে তারা ভিড় জমায় সমুদ্র সৈকতে। এ সময় উচ্ছ্বাসে মেতে উঠলেও তীব্র কুয়াশার কারণে সূর্যোদয় দেখতে না পারায় আক্ষেপ করেছেন অনেকেই।
ঢাকা থেকে আসা পর্যটক ইমতিয়াজ মাহমুদ বলেন, বন্ধুদের সঙ্গে বছরের প্রথম সূর্যোদয় দেখতে কুয়াকাটা এসেছি। জীবনের আরও একটি নতুন বছর শুরু হলো। তবে কুয়াশার সূর্যোদয় কারণে ভালোমতো দেখা যায়নি। তবু ভালো কিছুর প্রত্যাশা নিয়ে নতুন বছর শুরু করেছি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech