প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫
ডায়ালসিলেট ডেস্ক :পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কিভাবে ভারতে অবস্থান করছেন বলে প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর দোহারে জয়পাড়া কলেজে নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার লাল এবং সবুজ কোন পাসপোর্টই নেই। বাংলাদেশ সরকার তা বাতিল করে দিয়েছে। তবে কিসের ভিত্তিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। ভারত মনে হচ্ছে শেখ হাসিনার প্রেমে মরিয়া হয়ে গিয়েছে। ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তার মতো ভয়ঙ্কর খুনি ও মহাচোরকে আশ্রয় দিয়েছে। পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কিভাবে ভারতে অবস্থান করছেন? তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা উচিত।
তিনি বলেন, আইএমএফের চাপে কর বাড়াতে পারে না সরকার। সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কি না, মানুষ ঠিকমতো খেতে পারছে কি না। এটিই হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।
রিজভী বলেন, শেখ হাসিনা এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেননি। তার জনগণ ও ভোটের দরকার ছিলো না। তিনি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন এবং নিজের মতো করে দেশ চালিয়েছেন। তিনি শিশু, তরুণ, এমনকি ছাত্র-ছাত্রীদের হত্যা করছেন। এই হত্যাকারীকে বাংলার জমিনে আর স্থান দেয়া হবে না। বাংলার জনগণ হাসিনাকে আর মেনে নেবে না। এই বাংলার জমিনেই জনগণ হাসিনার বিচার করবে।
জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech