প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫
বিনোদন ডেস্ক :অভিনয়ের পাশাপাশি নানা কারণে আলোচনায় থাকেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। দুই দশকের ক্যারিয়ারে টিভি, সিনেমা এমনকি ওটিটিতে নিজের অবস্থান দাঁড় করিয়েছেন। ‘ছিটকিনি’, ‘হালদা’, ‘গহীন বালুচর’ এর মতো সিনেমা এমনকি ‘কষ্টনীড়’, ‘অসময়’ এর মতো ওটিটির কাজ করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। এবার দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন তিনি। তৌফিক এলাহি পরিচালিত ‘নীলপদ্ম’ সিনেমাটি উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে নির্বাচিত হয়েছে। এতে একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন রুনা। অভিনেত্রী বলেন, বছরের শুরুতে দর্শকরা আমার এই কাজটি দেখতে পাবেন, এ কারণে নতুন বছর আমার কাছে বিশেষ আনন্দের। পৃথিবীর অনেক দেশের সিনেমার সঙ্গে আমার অভিনীত এ কাজটিও জাতীয় জাদুঘরে ১৫ই জানুয়ারি সন্ধ্যায় প্রদর্শিত হবে। আমি মনে করি, একজন অভিনেত্রী হিসেবে বছর শুরু করার জন্য এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। যৌনকর্মীর চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, আমার সিনেমার পরিচালক তৌফিক এলাহির প্রথম সিনেমা ‘নীলপদ্ম’। এই কাজটি নিয়ে দীর্ঘসময় তিনি যৌনকর্মীদের জীবন, সামাজিক অবস্থান নিয়ে গবেষণা করেছেন। এ কাজের সুবাদে দৌলতদিয়ায় গিয়ে প্রথম শুটিং করেছি। যৌনকর্মীর চরিত্রে অভিনয় করতে গিয়ে তাদের খুব বেশি অনুকরণ করতে হয়নি। কারণ, আমার গায়ের রঙ খুবই সাধারণ, আর চারটে মানুষের মতো। তবে কস্টিউমের ক্ষেত্রে ওদের হেল্প নিতে হয়েছে। কারণ, আমি সাদামাটা পোশাক নিয়ে গিয়েছিলাম। কিন্তু ওদের পোশাক খুবই কালারফুল। ওই পাড়ার মেয়েদের শাড়ি পরিষ্কার করে পরে ব্যবহার করেছি। প্রথম ওখানে গিয়ে মানুষ হিসেবে ওদের কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। শুটিংয়ের অবসরে ওদের সঙ্গে গল্প করেছি। ওরা খুব সাদামাটা জীবনযাপন করে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech