প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম দুই গুরুত্বপূর্ণ নাম শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু জনপ্রিয় এই জুটির ব্যক্তিগত জীবনে এমন একটি বিষয় ঘটেছিল যার ছেদ পড়েছিল তাদের বন্ধুত্বের সম্পর্কে।
জল এতদূর গড়িয়েছিল যে ঐশ্বরিয়ার শাশুড়ি তথা বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন শাহরুখকে চড় মারতে চেয়েছিলেন! এক সাক্ষাৎকারে সরাসরি তার সেই ইচ্ছেপ্রকাশ করে ফেলেন জয়া বচ্চন।
শাহরুখ-ঐশ্বরিয়ার মাঝে চলতি শতকের শুরুর দিকে ঝামেলা তৈরি হয়েছিল। দু’জনের কেউই এই বিষয়ে প্রকাশ্যে তেমনভাবে মুখ না খুললেও বহু গুঞ্জন শোনা যাচ্ছিল।
অবশ্য ঐশ্বরিয়া এ প্রসঙ্গে একবার জানিয়েছিলেন, এই ঝামেলার ফলে ‘বীর জারা’, ‘চলতে চলতে’-এর মতো শাহরুখের একাধিক ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে!
পাল্টা জবাবে শাহরুখ অবশ্য কিছু বলেননি। কিন্তু এমন কিছু মন্তব্য করেছিলেন, যার ফলে বচ্চন পরিবারের সঙ্গে সেই সময়ে তার সম্পর্ক এসে ঠেকেছিল তলানিতে।
২০০৮ সালে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে জয়া বচ্চন সরাসরি বলেছিলেন, ‘অবশ্যই। শাহরুখের উপর রেগে রয়েছি আমি। ওর সঙ্গে কখনও এই বিষয়ে কথা বলার সুযোগ হয়নি। কিন্তু অবশ্যই বলব। যদি ওকে আমি বাড়িতে পেতাম, তাহলে কষিয়ে একটা চড় মারতাম। ঠিক যেমনভাবে আমি আমার ছেলেকেও মারতাম ও যদি এমন কিছু করত।’
অবশ্য কথা শেষে জয়া শাহরুখের প্রতি তার স্নেহর কথাও বলেছিলেন, বচ্চনপত্নী যোগ করেন- ‘ওর প্রতি আমার দুর্বলতা রয়েছে, এটাও ঠিক।’
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ২০০৭ সালে অভিষেক-ঐশ্বরিয়ার বিয়েতেও উপস্থিত ছিলেন না শাহরুখ খান। কারণ সে সময় অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্ক খারাপ ছিল। যদিও বচ্চন পরিবারের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল।
এ বিষয়ে জয়া বচ্চন বলেছিলেন, সম্ভব হলে আমি বিয়ের তারিখ পরিবর্তন করে শাহরুখকে আসতে বলতাম।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech