প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: সাইফ আলি খানকে ছুরিকাঘাতের ঘটনায় আতঙ্কে বলিপাড়া। ৫৪ বছর বয়সি এই সুপারস্টারকে ছয়বার ছুরিকাঘাত করে হামলাকারী। প্রচুর রক্তক্ষরণ হলেও এখন শঙ্কামুক্ত রয়েছেন এই অভিনেতা।
পরিবার নিয়ে মুম্বাইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি ভবনে থাকেন ‘নবাব’ খ্যাত সাইফ। গতকাল বুধবার রাত ২টার দিকে সেই বাড়িতে হানা দেয় দুষ্কৃতকারী। ওই সময় তাকে ছুরিকাঘাত করা হয়।
হামলার পর রক্তাক্ত সাইফকে হাসপাতালে নিয়ে যান ছেলে ইব্রাহিম। বাড়ি থেকে দুই কিলোমিটার দূরের লীলাবতী হাসপাতালে সাইফকে নিয়ে যান বড় ছেলে। এমনকি নিজেদের গাড়ি তৈরি না থাকায় তিন চাকার অটোরিকশায় করে বাবাকে হাসপাতালে নেন ইব্রাহিম। হয়তো সময় ক্ষেপণ না করাতেই শঙ্কা থেকে বেঁচে গেছেন এই অভিনেতা।
হামলার পরের একটি ভিডিওতে দেখা যায়, অটোরিকশার পাশে দাঁড়িয়ে রয়েছেন সাইফপত্নী কারিনা। কথা বলছেন বাড়ির দেখাশোনায় নিয়োজিতদের সঙ্গে। যদিও হামলার সময় বাসায় ছিলেন না নায়িকা।
এই হামলায় সাইফ আলী খান আহত হলেও তার পরিবারের অন্য সদস্যরা সুস্থ রয়েছেন। পুলিশ বলছে, চুরির উদ্দেশ্যেই ওই ব্যক্তি সাইফের বাড়িতে ঢুকেছিল। তবে, বাড়িটিতে ওই ব্যক্তি কীভাবে প্রবেশ করেছিল তা ধরা পড়েনি বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায়। হামলার আগের দুই ঘণ্টার ফুটেজে কাউকে বাড়িটিতে ঢুকতে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, হামলাকারী আরও আগে বাড়িটিতে প্রবেশ করেছিল। পুলিশের ধারণা, বাড়িটির কোনো ব্যক্তির সহায়তায় হামলাকারী সেখানে প্রবেশ করে। এ নিয়ে করা হচ্ছে তদন্ত।
বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সাইফ আলী খান। অস্ত্রোপচারের মাধ্যমে অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করা হয়েছে। তবে, সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফ এখন শঙ্কামুক্ত।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech