প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: রংপুর রাইডার্সের বিপক্ষে ওই ম্যাচের স্মৃতি এখনও মুছে যায়নি। রংপুর রাইডার্সের রোমাঞ্চকর জয় ছাপিয়ে আলোচনায় চলে এসেছিল তামিম ইকবাল আর অ্যালেক্স হেলসের বিবাদে জড়িয়ে পড়াটা। যে কারণে তামিমকে পরে শাস্তিও পেতে হয়েছিল।
সেই তামিম এবার আবারও আলোচনায় চলে এসেছেন। তিনি এবার বিবাদে জড়িয়ে পড়েছেন ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের সঙ্গে।
দ্বিতীয় ইনিংসে নবম ওভার চলছে তখন। ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করছিল বরিশাল। দাভিদ মালানের সঙ্গে তামিম ইকবালের জুটিও জমে গিয়েছিল রীতিমতো।
চতুরঙ্গা ডি সিলভার করা ওই ওভারের দ্বিতীয় বলটা তামিম লং অনে পাঠিয়ে তুলে নিয়েছিলেন একটি রান। তবে সাব্বিরের ফিল্ডিং নিয়ে উষ্মা প্রকাশ করেন তামিম। বাউন্ডারি লাইনে সাব্বির বলটা হাতে নিতে পারেননি ঠিকঠাক। তা চলে আসে সামনে।
সেটাই তামিমের কাছে বেখাপ্পা মনে হয়। ক্রিকেটীয় পরিভাষায় যাকে ‘ফেইক ফিল্ডিং’ হিসেবে ধরা হয়। অনেক ক্ষেত্রে ব্যাটার বিভ্রান্ত হয়ে রানের জন্য ক্রিজ ছাড়েন, আর তাতে রান আউটের সুযোগ তৈরি হয়। তামিমেরও তেমন কিছুই মনে হয়েছিল।
আর তাই সাব্বিরকে তিনি বলে বসেন, ‘বেশি লাগতে যায়ো না সাব্বির, বেশি লাগতে যায়ো না!’ এখানেই ক্ষান্ত হননি তামিম। সঙ্গে আরও কিছু বলেছিলেন যা ঠিক স্পষ্ট শোনা যায়নি।
প্রতিক্রিয়ায় সাব্বির তেড়ে আসছিলেন তামিম ইকবালের দিকে। বিষয়টা মধ্যস্থতায় এগিয়ে আসেন থিসারা পেরেরা। সাব্বিরকে থামান তিনি। ফিল্ড আম্পায়াররাও এগিয়ে আসেন। ফলে বিষয়টা আর বড় কিছুতে রূপ নেয়নি।
এর আগে গত ৯ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে বরিশালের সবশেষ ম্যাচেও মেজাজ হারিয়েছিলেন তামিম। সেদিন তার নেমেসিস ছিলেন অ্যালেক্স হেলস।
দুজনের বাদানুবাদে তামিম একটু বেশিই আগ্রাসন দেখিয়েছিলেন। পরে রংপুরের টিম ম্যানেজার শানিয়ান তামিম ও অধিনায়ক নুরুল হাসান সোহানের মধ্যস্থতায় বিষয়টা আরও বড় হয়নি।
তবে তার জন্য তামিমকে পেতে হয়েছে শাস্তি। মাঠে আচরণবিধি লঙ্ঘন করায় তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।
এর পর প্রায় এক সপ্তাহ বরিশাল কোনো ম্যাচে নামেনি। যেই না ম্যাচে নামল, তামিম পারফর্ম্যান্সের পাশাপাশি আবারও মেজাজ হারিয়ে শিরোনামে চলে এলেন!
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech