সামরিক নিরাপত্তা জোরদার করতে মস্কোয় ইরানের প্রেসিডেন্ট

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫

সামরিক নিরাপত্তা জোরদার করতে মস্কোয় ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন ইরানের প্রেসিডেন্ট। এর ফলে বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের দেশগুলো।  এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, গত বছরের জুলাই মাসে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন মাসুদ সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম মস্কো সফর করছেন তিনি। চুক্তিতে স্বাক্ষরের আগে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বিষয়গুলোর ওপর আলোকপাত করবেন উভয় নেতা। বরাবরের মতো মস্কোর সঙ্গে তেহরানের সম্পর্কের প্রশংসা করেছে ক্রেমলিন। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ইরান আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার, যাদের সঙ্গে আমরা বহুমুখী সহযোগিতা গড়ে তুেলছি। ইউক্রেন যুদ্ধের পর থেকে মার্কিন শত্রুভাবাপন্ন ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কে গড়ে তুলেছে রাশিয়া। এছাড়া পিয়ংইয়ং সহ রাশিয়ার মিত্র বেলারুশ ও চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে মস্কো।

রাশিয়া ও ইরানের মধ্যে এবার ২০ বছর মেয়াদি চুক্তি হবে। এই চুক্তির আওতায় দেশ দুটি এবার প্রতিরক্ষা খাতে আরও সহযোগিতাপূর্ণ অবস্থানে পৌঁছাবে। তবে এর ফলে দেশ দুটি পশ্চিমাদের আরও রোষানলে পড়তে পারে। তবে মস্কো এবং তেহরান বলেছে যে তাদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক অন্য দেশের বিরুদ্ধে নয়। পেজেশকিয়ানের মস্কো সফর এমন এক সময়ে হলো যখন সিরিয়ায় ক্ষমতা দখল করেছে ইসলামপন্থী বিদ্রোহীরা। মস্কো এবং তেহরানের মিত্র বাশার আল আসাদকে উৎখাত করে দেশটির ক্ষমতায় বসেছে তারা। এছাড়া সম্প্রতি সময়ে এ বিষয়টি স্পষ্ট হয়েছে যে, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ক্রমবর্ধমানবাবে হ্রাস পাচ্ছে। কেননা যুক্তরাষ্ট্রের মদদে মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত হামাস ও হিজবুল্লাহকে কার্যত দুর্বল করে দিয়েছে ইসরাইল। সম্প্রতি সিরিয়ায় ক্ষমতার হাত বদলে তা আরও প্রকট হয়েছে। সিরিয়াতে ইরানের প্রভাব দুর্বল হওয়ার অর্থই হচ্ছে সেখানে রাশিয়াও পিছিয়ে পড়েছে। কেননা মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় রাশিয়ার ভূ-রাজনৈতিক ও সামরিক প্রভাবের গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল সিরিয়া। কিন্তু সেখানে ক্ষমতার পরিবর্তনে মস্কোর ভাগ্যে ভাটা লেগেছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ